Wednesday, January 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদদক্ষিণ কলমচৌড়া এলাকায় প্রশাসনের উদ্যোগে গাঁজা গাছ ধ্বংস

দক্ষিণ কলমচৌড়া এলাকায় প্রশাসনের উদ্যোগে গাঁজা গাছ ধ্বংস

আজ কলমচৌড়া থানার দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর অরুপ দেববর্মার নেতৃত্বে বিশাল টি এস আর বাহীনি এবং বন দপ্তর এর যৌত উদ্যোগে দক্ষিণ কলমচৌড়া এলাকার বন দপ্তর এর টিলা ভূমিতে ঘরে উঠা অবৈধ গাঁজা চাষি দের গাঁজা গাছ ধ্বংস করে আজ।সকাল ৭ টা থেকে এই অভিযান চলে ১০.৩০ পর্যন্ত। নেতৃত্বে ছিলেন অরুপ দেববর্মা ইন্সপেক্টর এবং অসিম ভৌমিক,বেনু দেবনাথ,ফরেস্ট আধিকারিক ওটি এস আর এবং সি আর পি এফ এর এই যৌথ অপারেশন চলে।উদ্দেশ্য একটাই নেশামুক্ত এিপুরা। ৭/৮ টি প্লটে গাজা কাটা হয় প্রায় ৭২ হাজার গাছ কাটা হয় বলে জানান দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর। এই ধরনের নেশা বিরুধী অভিযান আগামি দিন চলবে বলে জানিয়ে দেন ওসি।গত কাল কলমচৌড়া থানার ওসিকে সাসপেন্স করা হয় আজ এই থানার উদ্যোগে গাজা কাটা হয় এলাকার গাঁজা মাফিয়া দের কে উচিত শিক্ষা দিতে এই নেশার বিরুদ্ধে মাঠে নামল কলমচৌড়া থানা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য