আজ কলমচৌড়া থানার দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর অরুপ দেববর্মার নেতৃত্বে বিশাল টি এস আর বাহীনি এবং বন দপ্তর এর যৌত উদ্যোগে দক্ষিণ কলমচৌড়া এলাকার বন দপ্তর এর টিলা ভূমিতে ঘরে উঠা অবৈধ গাঁজা চাষি দের গাঁজা গাছ ধ্বংস করে আজ।সকাল ৭ টা থেকে এই অভিযান চলে ১০.৩০ পর্যন্ত। নেতৃত্বে ছিলেন অরুপ দেববর্মা ইন্সপেক্টর এবং অসিম ভৌমিক,বেনু দেবনাথ,ফরেস্ট আধিকারিক ওটি এস আর এবং সি আর পি এফ এর এই যৌথ অপারেশন চলে।উদ্দেশ্য একটাই নেশামুক্ত এিপুরা। ৭/৮ টি প্লটে গাজা কাটা হয় প্রায় ৭২ হাজার গাছ কাটা হয় বলে জানান দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর। এই ধরনের নেশা বিরুধী অভিযান আগামি দিন চলবে বলে জানিয়ে দেন ওসি।গত কাল কলমচৌড়া থানার ওসিকে সাসপেন্স করা হয় আজ এই থানার উদ্যোগে গাজা কাটা হয় এলাকার গাঁজা মাফিয়া দের কে উচিত শিক্ষা দিতে এই নেশার বিরুদ্ধে মাঠে নামল কলমচৌড়া থানা।



