Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঝটিকা সফরে খোয়াইতে আসলেন রাজ্য পাল। পরিদর্শন করলেন খোয়াই এর বিভিন্ন সিমান্তবর্তী...

ঝটিকা সফরে খোয়াইতে আসলেন রাজ্য পাল। পরিদর্শন করলেন খোয়াই এর বিভিন্ন সিমান্তবর্তী এলাকা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই নভেম্বর…….উত্তর ত্রিপুরা জেলা সফর শেষে খোয়াই জেলাতে ঝটিকা সফরে আসলেন রাজ্যপাল খোয়াই এর সীমান্ত এলাকায় পরিদর্শনের জন্য।উত্তর ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার খোয়াই সফরে আসলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।এই দিন প্রথমে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের প্রাঙ্গণে প্রথমে গার্ড অফ অনারের মাধ্যমে রাজ্যপালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে । পরবর্তীতে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের প্রাতরাশ সেরে খোয়াই জেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি।এর পর প্রথমেই গৌরনগর, বেলছড়া,বগাবিল,খেংরাবাড়ী,সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এই দিন খোয়াই সফরে এসে সাংবাদিকদের মোখমুখী হয়ে তিনি বলেন কেন্দ্র সরকারের নির্দেশ মোতাবেক তিনি দিন ব্যাপী উত্তর ত্রিপুরা জেলা সফর করেন এবং জেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে কেন্দ্র সরকারের প্রকল্প গুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখেন।বিশেষত শিক্ষা, স্বাস্থ্য এস এইচ জি প্রকল্প গুলোর উপর বিশেষ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নির্দেশ মোতাবেক। সেই মোতাবেক উত্তর ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার খোয়াই সফরে আসেন তিনি তবে এই দিন খোয়াই জেলার কোন গ্রাম পরিদর্শন করবেন না, আগামী মাসে পুনরায় খোয়াই সফরে আসবেন এবং খোয়াই জেলার বিভিন্ন গ্রামাঞ্চল গুলি পরিদর্শন করে কেন্দ্র সরকারের প্রকল্প গুলি কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখবেন । তবে বৃহস্পতিবার দিন শুধুমাত্র খোয়াই এর সীমান্ত এলাকা গুলো পরিদর্শন করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য