Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজমি সংক্রান্ত বিবাদে বড় ভাইয়ের হাতে খুন হল ছোট ভাই!ঘটনা যাত্রাপুর থানা...

জমি সংক্রান্ত বিবাদে বড় ভাইয়ের হাতে খুন হল ছোট ভাই!ঘটনা যাত্রাপুর থানা দিন নিদয়া তিন ডেপা এলাকায়।

যদিও প্রথমে বড় ভাই এ বিষয়কে কেন্দ্র করে কাকার উপর দোষ চাপানোর চেষ্টা করলেও পরবর্তীকালে বড় ভাইয়ের স্ত্রী স্বীকার করে জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে মৃত ব্যক্তির সঙ্গে। বড় ভাইয়ের নাম গৌতম শীল। আর মৃত ব্যক্তির নাম রাসু শীল। বয়স ৩৫। বড় ভাই গৌতম শীল প্রথমে বলেছিলেন তার কাকা এবং কাকার পরিবার তার ছোট ভাইকে হত্যা করেছে। কিন্তু পরবর্তীকালে জানা গেল বড় ভাই গৌতম শীলের স্ত্রী তিনি ক্যামেরার সামনে স্পষ্ট জানান মৃত ব্যক্তির রাসু শীল এর সঙ্গে গতকাল ঝগড়া হয়েছিল তাদের। বড় ভাই এবং তার স্ত্রী স্বীকারোক্তি দেয় সে নাকি ওয়াল থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। অথচ মৃত ব্যক্তির রাসু শীল এর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে পুলিশ সঠিক তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য