বিশালগড় প্রতিনিধি,০৩ নভেম্বর।সোমবার সিপাহীজলা জেলার অন্তগর্ত ১৯ চরিলাম বিধানসভার কেন্দ্রের অন্তগর্ত এডিসি ভিলেজ বিভিন্ন গ্রামপঞ্চায়েতকে নগর পঞ্চায়েত করার অনুমতি না দেওয়ার জন্য চড়িলাম বিধানসভায় কেন্দ্রে তিপ্রামথা দলের তরফে এক প্রতিনিধি দল, সিপাহীজলা জেলার শাসক ডক্টর সিদ্ধার্থ শিব যশোয়াল নিকট স্মারক লিপি প্রদান করা হয়।আজকের এই স্মারকলিপি প্রদানে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন,১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দলের বিধায়ক সুবোধ দের্বরমা,চড়িলাম তিপ্রামথা ব্লক সভাপতি বুদ্ধ দের্বরমা,সহ অন্যান্য নেতৃত্বগন।আজকের এই স্মারক লিপি প্রদানে সাংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তিপ্রামথা চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দের্বরমা বলেন,আমরা লক্ষ্য করেছি তিনটি গ্রামপঞ্চায়েত চেছরীমাই,বড়জলা,ও বিশ্রামগঞ্জ অধীনস্থ সমতলপল্লী তথ হারুনপাড়া,দশরথ পল্লী,পুস্করবাড়ী,নরজলা রামকৃষ্ণ পল্লী ৫ বা ৬ টি গ্রামকে নিয়ে নগর পঞ্চায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমাদের নজরে এসেছে।তা কোনমতে হতে দেবো না।তিপ্রামথা যুবনেতা আর বলেন এই সিদ্ধান অবিলম্বে প্রত্যাখান করতে হবে,কোন মতে তা হতে দেবো না বলে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।



