প্রতিনিয়ত বিশালগড় মহকুমা জোড়ে কতিপয় কিছু রাষ্ট্রবাদী নামধারী ক্ষমতা, দাম্ভিকতায় জোরে সাধারণত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে বলে, সচেতন নাগরিকদের অভিযোগ । মানুষের মধ্যে যে সামান্য মানবিকতাবোধ থাকার কথা তা বিন্দুমাত্র তাদের মধ্যে নেই, তা বলার অপেক্ষা রাখে না। বিশালগড় মহকুমা জোরে সর্বদায় একটা আতঙ্কে পরিবেশ বিরাজমান। আবারও রবিবার দুপুরে বিশালগড় মহকুমা অন্তগর্ত চড়িলাম বাজার ব্যবসায়ী স্বপন মজুমদারের উপর বাঁশ দিয়ে প্রানঘাতী আক্রমণ করে চড়িলাম গৌতম কলোনি এলাকার বাসিন্দা তথা রাষ্ট্রবাদী নেতা রাজেস দাস।ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধীন চড়িলামে এক ব্যবসায়ী স্বপন মজুমদারের উপর বাঁশ দিয়ে আক্রমণ করে চড়িলাম গৌতম কলোনি এলাকার এক দাপটে রাষ্ট্রবাদী নেতা রাজেস দাস।তথাকথিত রাষ্ট্রবাদী গুনধর নেতার আক্রমণে গুজরতভাবে আহত হয়েছিলেন চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় বাসিন্দা তথা ব্যবসায়ী স্বপন মজুমদার।রবিবার দুপুরে চড়িলামের সমস্ত বাজার ব্যবসায়ীরা গাড়ী ভর্তি করে ঐক্যবদ্ধ হয়ে,আক্রান্ত ব্যবসায়ী স্বপন মজুমদারকে নিয়ে বিশালগড় থানায় এসে অভিযুক্ত রাজেস দাসের বিরুদ্ধে থানায় লিখিতভাবে মামলা দায়ের করেন।বিশালগড় ভারপ্রাপ্ত থানার আধিকারিক ওসি বিজয় দাস, সমস্ত ব্যবসায়ীদের আশস্ত করেন, সঠিক তদন্তক্রমে অভিযুক্ত রাষ্ট্রবাদী নামধারী নেতা রাজেস দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের আশস্ত করেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, অভিযুক্ত রাজেস দাসের যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছে ব্যবসায়ী ও সাধারণত মানুষ।



