বিশালগড় প্রতিনিধি শাহিনুর চৌধুরী। ৩১ শে অক্টোবর। বিশালগড় মহকুমা অন্তগর্ত ১৯ চরিলাম বিধানসভার কেন্দ্রের চড়িলাম রাজীব কলোনি এলাকার দরিদ্র আইসক্রিম বিক্রেয়তা বাবার একমাত্র কন্যা স্নেহা দত্তের পাশে দাঁড়ালেন এিপুরা প্রদেশ যুবমোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক মানবিক মুখ সুশান্ত দেব।সামাজিক মাধ্যমে স্নেহা দত্তের খরব জানতে পেয়ে,শুক্রবার ১১ ঘটিকায় প্রদেশ যুবমোর্চার তথা বিধায়ক সুশান্ত দেবের নির্দেশে বিশালগড় মন্ডলের যুমোর্চার নেতৃত্বগন দরিদ্র প্রতিভাবান টেনিস খেলোয়াড় স্নেহা দত্তের বাড়ীতে যান। রাজ্যের বাইরে বিহারে নির্বাচনে প্রচারে থেকে ও মোবালে মাধ্যমে বিডিও কলের মাধ্যমে দরিদ্র প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড় স্নেহা দত্তের সাথে কথা বলে সার্বিক সহযোগিতা পাশে আশ্বাস প্রদান করে, কিছু অর্থরাশি পরিবার হাত তুলে দেওয়া হয়।


 
                                    
