Friday, October 31, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদ ও তেলিয়ামুড়া পুর পরিষদের যৌথ উদ্যোগ অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী...

খোয়াই পুর পরিষদ ও তেলিয়ামুড়া পুর পরিষদের যৌথ উদ্যোগ অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা মেলা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১শে অক্টোবর……..শুক্রবার দুপুরে খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল তেলিয়ামুড়া এবং খোয়াই পুর পরিষদের যৌথ উদ্যোগে খোয়াই জেলা ভিত্তিক প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত ২.০ আবাস মেলা। উক্ত মেলার উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্যরা। এই দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো পরিষদের অন্তর্গত তিনজন স্ট্রিট ভেন্ডারকে পুরস্কৃত করা হয় স্বচ্ছতার জন্য, পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুন্দর ভাবে ঘর তৈরি করার জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর আবাস যোজনা অন্তর্গত খোয়াই পুর পরিষদের অন্তর্গত পরেরটি ওয়ার্ডের মধ্যে ৪৬ জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আড়াই লক্ষ টাকার ঘরের ওয়ার্ক অর্ডার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ঘর প্রাপকদের হাতে তুলে দেন। এরপর শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে বসা বিভিন্ন স্টল গুলি পরিদর্শন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য অতিথিরা।এই মুক্ত রাখতে গিয়ে বিধায়ক প্রেমিকদের বলেন বর্তমান বিজেপি সরকারের আমলেও সরকার মেলার মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ওয়ার্ক অর্ডার বিলি করা হয়। এর জন্য তিনি খোয়াই এবং তেলিয়ামোড়া পুর পরিষদকে আন্তরিকভাবে স্বাগত জান। এবং বলেন একটা সময় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলে বন্টন করার ক্ষেত্রে ব্যাপক হারে কারচুপি হয়েছে। কিন্তু কেন্দ্রের মোদি সরকারের আমলে এবং রাজ্যের বিজেপি সরকারের এই ধরনের পদক্ষেপ নিয়েছে দুটি পুর পরিষদ। এইসব কর্মকাণ্ড শুধু বিজেপি আমলের সম্ভব বলেই এই ধরনের মেলার মাধ্যমে সরকারি আবাস যোজনা ঘর সাধারণ মানুষের মধ্যে বিলে বন্টন করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য