বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১শে অক্টোবর…… গোপন সূত্রের ভিত্তিতে আবারো বাইজলবাড়ী থানার সাফল্য। নেশার বিরুদ্ধে নেমে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় বাইজালবাড়ি থনার কাছে ধরা পরল ৩৬ লক্ষাধিক টাকার উপর এসস্কপ। আটক করা হয়েছে একজনকে। যার নাম সঞ্জীত দেববর্মা। বাড়ি মোকাম পাড়া থানা লেফুঙ্গা। জানা যায়, তেলিয়ামুড়া থেকে খোয়াই হয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় TR01AX1543 নম্বরের বোলেরো পিকআপ গাড়ি নাকা পয়েন্টে পৌঁছতেই আটক করে তল্লাশি চালাতে দেখা যায় ৪ হাজার ৪০০-এর ওপর এসস্কপ এর বোতল রয়েছে ।যার বাজার মূল্য আনুমানিক ৩৬ লক্ষ টাকার উপর । এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে বলে জানিয়েছেন বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা।এই ঘটনার ২৪ ঘন্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতের দিকে বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরার কাছে গোপন সূত্রে খবর ছিল আগরতলা থেকে TR01BM0450 নম্বরের একটি গাড়িতে করে খোয়াইয়ের উদ্দেশ্যে গাড়িটি আসছে। তখন নাকা পয়েন্টে ওত পেতে বসে থেকে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮০ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সঙ্গে গাড়ির চালক এবং সহচালক যথাক্রমে বধূরাই দেববর্মা এবং কিশোর দেববর্মাকে আটক করে পুলিশ। জানা যায় তাদের বাড়ি সিধাই থানাদিন উরাকামিতে। যার বাজার মূল্য হবে আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে জানান বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা। দেখা গেল নেশা বিরোধী অভিযানে নেমে বাইজাল বাড়ি থানার পুলিশ ২৪ ঘন্টার আগে দুই বারে প্রচুর নেশা সামগ্রী আটক করে যা বাইজল বাড়ি থানার জন্য ব্যাপক বড় সাফল্য বলে মনে করছেন অনেকেই।


 
                                    
