Thursday, October 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআক্রান্ত কন্ট্রাক্টরের পাশে তিপ্রামথার মাইনোরিটি সেলের কর্মকর্তারা

আক্রান্ত কন্ট্রাক্টরের পাশে তিপ্রামথার মাইনোরিটি সেলের কর্মকর্তারা

বৃহস্পতিবার বিকালে চড়িলাম চ্যাটার্জী কলোনি নিগো মাফিয়া দ্বারা আক্রান্ত আনোয়ার হোসেনের বাড়িতে গেলেন তিপ্রামথার মাইনোরিটি সেলের রাজ্য চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম মিঞার নেতৃত্বে এক প্রতিনিধি দল। অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্রামগঞ্জ সাব জোনাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুরন দেববর্মা, তিপ্রামথার মাইনোরিটি সেলের রাজ্য কনভেনার নাজিরুল ইসলাম, রাজ্য কমিটির সদস্য খলিল মিয়া, এরশাদ মিয়া সহ অন্যান্যরা। মুহাম্মদ শাহ আলম মিঞা এবং সুরন দেববর্মা কথা বলেন আক্রান্ত আনোয়ার হোসেনের পরিবারের সদস্য সদস্যদের সাথে। দুষ্কৃতীকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত আনোয়ার হোসেন। যে সমস্ত দুষ্কৃতী কারীরা অতর্কিতভাবে পরিবারের সকলের উপর আক্রমণ সংঘটিত করে বাদ যায়নি বয়স্ক মা থেকে ছেলেমেয়ে এবং আনোয়ার হোসেনের স্ত্রী সহ ভাগিনা ফারুক ইসলাম। ফারুক ইসলাম বর্তমানে শয্যাশায়ী, সে এক কানে শুনছে না, মাথায় প্রচন্ড ব্যাথা বলে জানিয়েছে ফারুক। এমতাবস্থায় নেতৃত্ব শাহ আলম মিয়া এবং সুরন দেববর্মা আক্রমণের সাথে যুক্ত সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। যত সময় পর্যন্ত আক্রমণকারীদের গ্রেফতার না করা হবে তত সময় পর্যন্ত ওই পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন তারা। তিপ্রামথার মাইনোরিটি সেলের রাজ্য কনভেনার নাজিরুল ইসলাম বলেন চড়িলামে কাউকে উশৃংখলতা করতে দেওয়া হবে না। অশৃংখল কারীদের সংযম হওয়ার জন্য আহ্বান করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য