ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমতি জেলা কমিটি এবং উদয়পুর মহকুমা কমিটির যৌথ উদ্যোগে ২৬ শে অক্টোবর সন্ধ্যায় উদয়পুর রাজর্ষি হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক শারদ গৌরব সম্মাননা -2025. প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
উদ্ভোদকের ভাষণে অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এ ধরনের অনুষ্ঠান সমাজে একটি নতুন বার্তা দিবে।
গোমাতি জেলা সহ সারা রাজ্যে শান্তি ও শৃঙ্খলা সহ সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এবছর শারদ উৎসব সম্পন্ন হয়েছে। সুস্থ্য ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হওয়ায় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রী ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের গোমাতি জেলা কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই অনুষ্ঠান আগামী দিনেও জারি রাখার কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবীকা সবিতা নাগ। বিধায়ক অভিষেক দেব রায়, আয়োজক সংঘটনের রাজ্য কমিটির কার্যকরি সাধারণ সম্পাদক সন্তোষ গোপ, জেলা কমিটির কার্যকরি সভাপতি তাপস মজুমদার। জেলা শাসক রিঙ্কু লাথের ও জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংঘঠনের গোমাতি জেলা কমিটির সম্পাদক রতন দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক তাপস মজুমদার। জেলার ৩৭ টি পূজা আয়োজকদের “সাংবাদিক শারদ গৌরব সম্মাননা প্রদান করা হয়।



