বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২৮ অক্টোবর।
বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কিছু কতিপয় উশৃংখল যুবক রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্রমাগত নির্যাতন নিগ্রহে প্রতিবাদে মঙ্গলবার দুপুরে এিপুরা প্রদেশ এন এস ইউ আই পক্ষ থেকে বিশালগড় থানার গণডেপুটেশন প্রদান করা হয়।আজকে এই ডেপুটেশনের উপস্থিতি ছিলেন,এিপুরা প্রদেশ এন এস ইউ আই এর রাজ্য নেতা আমির হোসেন,রাজ্য এন এস ইউ আই এর মুখপাত্র স্বর্ণালিকা রায়সহ বিশালগড় মহকুমা এন এস ইউ আই কংগ্রেসের একঝাঁক নেতৃত্বগন।আজকের থানায় ডেপুটেশনে সাংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস এন এস ইউ আই রাজ্য আমির বলেন,ভারতীয় বিদ্যার্থী কিছু কতিপয় উশৃংখল যুবক রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় শিক্ষার্থীদের ক্রমাগত শারীরিক ও মানসিক নিগৃহ করে যাচ্ছে। বিশেষ করে ভারতীয় বিদ্যার্থী পরিষদে বিরোধী সংগঠনের শিক্ষার্থীরা মনোভাবাপন্ন হওয়া শিক্ষার্থীদের রেগিংয়ের মাত্র দিনদিন বেড়ে চলেছে। গতকাল আর্থাৎ ২৭ শে অক্টোবর তারিখে ভারতীয় বিদ্যার্থী কিছু উশৃংখল যুবক এন এস ইউ আই সমর্থিত এক শিক্ষার্থীকে কাউন্সিলের মধ্যে বন্দী করে তার উপর শারীরিক ও মানসিক নিগৃহ করা হয়।পরে বিশালগড় থানার পুলিশ উদ্ধার করে।এই নেক্কারজনক ঘটনার যাতে না ঘটে, উশৃংখল যুবক ছাত্র নামধারী বিরুদ্ধে কঠুর ব্যবস্হা গ্রহনে আর্জি জানান প্রদেশ কংগ্রেস এন এস ইউ আই নেতা আমির হোসেন। তিনি আর বিশালগড় থানা ৯৬ ঘন্টা সময় নির্ধারন করে বলেন, যদি এই সময়ে মধ্যে ছাত্র নামধারী উশৃংখল যুবকদের আইনী প্রদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বিশালগড় থানা ও রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় ঘেরাও করা হবে হুশিয়ারি দেওয়া হয়।



