Monday, October 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপানীয় জলের সমস্যায় ভুগছে লংতরাইভ্যালি মহাকুমার ছৈলেংটা ভাঙ্গা মোরা এলাকার মানুষজন

পানীয় জলের সমস্যায় ভুগছে লংতরাইভ্যালি মহাকুমার ছৈলেংটা ভাঙ্গা মোরা এলাকার মানুষজন

ধলাই জেলার লংতরাইভ্যালি মহাকুমার ছৈলেংটা ভাঙ্গা মোরা এলাকার মানুষ তাদের এলাকায় জলের পাম্প মেশিন থাকা সত্ত্বেও সেটি বিকল হয়ে থাকায় বেশ কয়েকদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিল। সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকেও ওই এলাকায় ভুক্তভোগী মানুষদের গাড়ির সাহায্যে পানীয় জল পৌঁছে দিতে অস্বীকার করে। অবশেষে ওই এলাকার মানুষ রবিবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের এই সমস্যার কথা জানায় এবং সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর ঘুম ভাঙ্গে সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের। পরে রবিবার রাতেই বিকল পাম্প মেশিন সারাই করে এলাকায় পুনরায় পানীয় জলের ব্যবস্থা চালু করে। এই বিষয়ে সোমবার দুপুরে এলাকার এক মহিলা আবারও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য