Monday, October 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদধর্মনগরে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৮০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

ধর্মনগরে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৮০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৮০ তম প্রতিষ্ঠা দিবস আজ সিআইটিইউ ধর্মনগর মহকুমা দপ্তরে অনুষ্ঠিত হয়।
শুরুতে সিআইটিইউর পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সহসভাপতি অমিতাভ দত্ত।
শহীদ স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন সিআইটিইউ ধর্মনগর মহকুমা সম্পাদক জহুরুল হক।
পরবর্তী সময়ে WFTU- রং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হলসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিআইটিইউ ধর্মনগর মহকুমা সভাপতি নিরঞ্জন দেবনাথ।
জহরুল হক,বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রতিষ্ঠা দিবসে বিশ্ব ব্যাপী শ্রমজীবী মানুষের স্বার্থে ট্রেড ইউনিয়ন আন্দোলন কে শক্তিশালী করার জন্য শ্রমিক শ্রেণীর ঐক্য শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান বক্তা অমিতাভ দত্ত বলেন, WFTU একটি সক্রিয় ট্রেড ইউনিয়ন সংগঠন। WFTU সমস্ত মহাদেশের ১৩৫ টি দেশে বিস্তৃত। প্রায় ১৩০ মিলিয়ন সদস্য রয়েছে। আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, গণতান্ত্রিক পরিবেশে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনে আলোচনা সংগঠিত হয়। পুঁজিবাদী ব্যবস্থার উৎখাতের লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের একে অপরকে সমর্থন ও শ্রমিক শ্রেণী কে সাহায্য-সহযোগিতা করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠা ছিল, বিশ্ব শ্রমিক শ্রেণীর আন্দোলনের এক সন্ধিক্ষণ। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন ছিল আন্তর্জাতিকতাবাদ এবং আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ঐক্যের একটি বড় বিজয়। লক্ষ্য ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যৌথ সংগ্রাম শক্তিশালী করা। এছাড়াও মানুষের মুক্তির সংগ্রাম কে সমর্থন করা এবং সক্রিয় ভাবে অংশ গ্রহণ করা। একচেটিয়া মুনাফাখোর ও যুদ্ধবাজদের বিরুদ্ধে উন্নত শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রেণী সংগ্রাম এর মধ্য দিয়ে ঔপনিবেশিক জনগণ কে মুক্ত করা।
তিনি বলেন, WFTU- রং সহযোগী ইউনিয়ন গুলো সাম্রাজ্যবাদী বিশ্বায়নের ঘোর বিরোধী ছিল।
WFTU র আহ্বানে সারা বিশ্বের কোটি কোটি শ্রমিক নয়া -উদার আর্থিক নীতির আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়তে ও দ্বিধা বোধ করে না।
প্রতিষ্ঠার পর থেকে WFTU কে নির্মূল করার জন্য সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র অব্যাহত।
বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক শক্তি গুলোর পতনের পর, সাম্রাজ্যবাদী শক্তি গুলো বিশ্বের ট্রেড ইউনিয়ন মানচিত্র থেকে WFTU কে মুছে ফেলার জন্য ধ্বংসাত্মক ষড়যন্ত্র শুরু করেছে।
এই ষড়যন্ত্র কখনোই সফল হতে পারে না।
তিনি পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত, মতাদর্শগত ভাবে রাজনৈতিক – সাংগঠনিক শ্রেণী চেতনায় উজ্জীবিত শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
রাজ্যের চরম ফ্যাসিস্ট শক্তি কে পরাস্ত করতে আগামী ১৫- ১৬ নভেম্বর সিআইটিইউ রাজ্য সম্মেলন সফল করে তোলার জন্য, ঘরে ঘরে শ্রমিকদের কাছে গিয়ে, তাদের সাথে আপন ভাবে মিশে গিয়ে, তাদের ব্যক্তিগত ভাবে এবং সংগঠন গত ভাবে কাছে টেনে নিয়ে, আগামী দিনে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করার জন্য সিআইটিইউ এবং বিভিন্ন ইউনিয়ন নেতৃত্বের কাছে আহ্বান রাখেন।
সভায় সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় উপস্থিত থেকে, আগামী দিনে মহকুমায় সিআইটিইউ-র নেতৃত্বে বৃহত্তর শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য