তেলিয়ামুড়া প্রতিনিধি :-
রাজ্য ভিত্তিক ‘মূখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর ৮.০’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের হলগৃহে। শুক্রবারের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এই অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মুখ্যমন্ত্রী নিজ হাতে আইরন ট্যাবলেট এবং কৃমিনাশক ট্যাবলেট সহ টিকা প্রদান করে। তৎসঙ্গে, স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর সহ দুর্যোগ মোকাবিলা দপ্তরকে পুরস্কৃত করে মাননীয় মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে মানুষজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখের পরার মতো।।
“মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে” মুখ্যমন্ত্রী



