Sunday, October 26, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকৃষকের আয়ের উৎস সবজির লাউ ফসল নষ্ট করে দিল দুষ্কৃতকারীর,নিরুপায় কৃষক

কৃষকের আয়ের উৎস সবজির লাউ ফসল নষ্ট করে দিল দুষ্কৃতকারীর,নিরুপায় কৃষক

বিশালগড় প্রতিনিধি,।২২ অক্টোবর। মানুষের যেন দিনদিন নৈতিকতা, বিবেকহীন হয়ে মানবিকতা হাঁরিয়ে চরম অধ:পতনের দৌড়গড়ায়।একজন অন্যজনের ভাল দেখতে পারে না।হিংসায় পরিপূর্ণ দেহমনে পরিপাটি। মুখোশের আড়ালে সমাজে বসবাস করে কিছু মানুষ রুপি অমানুষ। দিনরাত মাঁথার ঘাম পায়ে ফেলে কত কঠোর পরিশ্রম করে মাঠে সোনার ফলস ফলায়,আর সেই কষ্টের উৎপাদিত ফলস বিক্রি করে পরিবারের ভরনপোষণ ছেলে-মেয়েদের পড়াশোনা খরচ বহন করে।আবারো বিশালগড় মহকুমা অন্তগর্ত কমলাসাগর বিধানসভার কেন্দ্রের
গকুলনগর মধ্যপাড়া এলাকায় দুষ্কৃতিকারীরা , অহায় হতদরিদ্র কৃষক, জীবন সরকারের প্রায় এক কানি লাউ খেত কেটে নষ্ট করে দেয়। খবর পেয়ে গোকুলনগর মধ্যপাড়া নিবাসী জীবন সরকারের লাউ খেত দেখতে যান কমলসাগর এর মন্ডল প্রেসিডেন্ট কাজল সরকার সহ প্রধান, উপপ্রধান এবং গোকুলনগর এর বিএলডব্লিউ গৌতম দাস। সরকারের কাছে জীবন সরকার কর জোড়ে সাহায্য কামনা করেছেন।পরিবারে একমাত্র রোজগারের দায় দায়িত্ব তার উপর। এক নাবালিকা কন্যা সন্তান একাদশ শ্রেণীতে পড়ুয়া, তবে নুন আনতে পান্তা ফুরায় জীবন বাবুর। তবুও কৃষিকাজ করে মেয়েকে মানুষ করবেন বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জরাজীর্ণ পরিবারের করুন দুর্দশার বর্ণনা করে জীবন সরকার বলেন,আমার পরিবারে পাঁচজন সদস্য একমাত্র জীবন সরকার পরিবারের উপার্জনের সংসারের প্রতিপালক।হতদরিদ্র কৃষক আর বলেন ধারদেনা করে অর্থ ঋণ করে লাউ করেছি।রাতের আধাঁরে দুষ্কৃতকারীরা আমার বাঁচার শেষ সম্বলটুকু কেড়ে নিল।এখন আমি নিরুপায় কি ভাবে ঋণ পরিশোধ করবো বলে হতাশায় দিশাহারা কৃষক জীবন সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য