দীর্ঘ সময় কাল ধরে সিপাহীজলা জেলার মেলাঘর গরুবান গ্রামপঞ্চায়েতের অন্তগর্ত উদীয়মান সামাজিক সংস্থার ক্লাব সুনামের বিভিন্ন মানুষের কল্যাণে কার্যক্রম জারী রেখেছে,কর্মসম্পাদনে মধ্যে দিয়ে মানুষের জনপ্রিয়তা লাভ করেছে।কিন্তু উদীয়মান সামাজিক সংস্থা ক্লাব সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ব কতর্ব্য পালনে মানবকল্যানে উদার মানবিক মানসিকতা থাকলে ও বাস্তবায়নের তা অনেক বড় বাঁধা হল অর্থনৈতিক সমস্যা।উদীয়মান সামাজিক সংস্থা ক্লাব দীর্ঘ পুর্বে প্রতিষ্টিত হলেও আজও সরকারী কোন অনুদান পাওয়া যায়নি।এলাকার সচেতন নাগরিকরা তাদের নিজস্ব আয়ের অর্থদিয়ে মানুষের কল্যানে নিয়োজিত মানবিকতা। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? কালী পুজো উদ্ভোধন অনুষ্ঠানের উদীয়মান সামাজিক সংস্থা ক্লাবের সম্পাদক সঞ্জিত দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যদি রাজ্যের বর্তমান সরকার যদি উদীয়মান সামাজিক সংস্থা ক্লাবকে কিছুই সরকারি অনুদান দেওয়া ব্যবস্হা করে দেয়,তাহলে তাদের মানুষের কল্যানে মানবিক উদ্যোগ বাস্তবায়নের সঠিকভাবে পুরন করা সম্ভব হবে।



