বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই অক্টোবর…… বুধবার সকালে চাম্পাহাওর থানাধিন বিদ্যাবিল এলাকার এক ব্যক্তিকে বাংলাদেশি তিনজন গরুচোর মিলে হত্যার প্রতিবাদে ক্ষোব্দ ঐএলাকার গ্রামবাসীদের হাতে গণপিটুনিতে নিহত হয় সেই তিন চোর। অবশেষে বৃহস্পতিবার বিকেলে তিনটি মৃতদেহ পহরমুড়া সীমান্তের ১২ নং গেইট দিয়ে বিএসএফ এর মাধ্যমে ৫৫ নং ব্যাটালিয়ন বিজিবি এর মাধ্যমে চুনারুঘাট থানার ওসির হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষথেকে উপস্থিত ছিল ১০৪ নং বিএসএফ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কুন্দন কুমার, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, চাম্পাহাওর থানার ওসি দিলীপ কুমার দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৫ নং ব্যাটালিয়ন বিজিবি কোম্পানি কমান্ডেন্ট আবুল খায়ের, চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকারা। এখানে উল্লেখ্য বুধবার বিদ্যাবিল সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি গরু চোরের আক্রমণে একজন নিহত হয়। নিহত যুবকের নাম মিঠুন তেলেঙ্গা। ওপর আহত হয় আরেক যুবক ধীরেন্দ্র তেলেঙ্গা সে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর এলাকার মানুষজন উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে তিন বাংলাদেশী চোরকে পিটিয়ে হত্যা করে। শেষে বৃহস্পতিবার খোয়াই জেলা হাসপাতালে মৃত দেহের ময়না তদন্তের পর এই দিনই বিকেলে খোয়াই সিমান্তের পহড়মুরার ১২ নং গেইট দিয়ে বাংলাদেশের বিজিবি এবং ভারতীয় সিমান্ত রক্ষি বাহীনির উপস্থিতিতে বাংলাদেশের চুনারুঘাট থানার ওসির হাতে তিনটি মৃতদেহ তুলে দেওয়া হয়।