Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যুৎ নিগমের গাফিলতিতে প্রাণ গেল এক তর তাজা যুবকের

বিদ্যুৎ নিগমের গাফিলতিতে প্রাণ গেল এক তর তাজা যুবকের

জানা যায় কল্যাণপুর থানাধীন পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের মনিপুরী বস্তি এলাকার কার্তিক দেবনাথ এর ছেলে অজয় দেবনাথ তাদের বাড়িতে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে পড়ে থাকা উচ্চ বিদ্যুৎ পরিবাহী লাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা তাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উঠতি বয়সের যুবকের মৃত্যুকে কেন্দ্র করে কল্যাণপুর জুড়ে পরিস্থিতি অগ্নিগর্ভের রূপ নেয়, এমনকি জনুরোষের শিকার হয় কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের সদর কার্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হয়, যার ফলে আহত হয় বেশ কয়েকজন সাধারণ মানুষসহ পুলিশ কর্মী। এলাকাবাসীর অভিযোগ চলতি বছরের দূর্গা পূজার আগে থেকে সেই বিদ্যুৎ পরিবাহী লাইনের তার মাটিতে ছিড়ে পড়েছিল, এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার কল্যাণপুর বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের জানানো হলেও দপ্তরের কর্মকর্তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি, প্রাণ দিয়ে যার খেসারত দিতে হলো ২৩ বছর বয়সি অজয় দেবনাথ কে। নিগমের গাফিলতিতে এক তরতাজা যুবকের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। এখন দেখার বিষয় বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় রাজ্যের প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী প্রদীপ দাস এবং তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য