Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে খোয়াই ব্লকের অন্তর্গত ৫২ জন রেগার সরকারি...

রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে খোয়াই ব্লকের অন্তর্গত ৫২ জন রেগার সরকারি কর্মচারীর কপালে আজও জুটেনি বেতন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই অক্টোবর……রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে খোয়াই ব্লকের অন্তর্গত ৫২ জন রেগার সরকারি কর্মচারীদের কপালে আজও জুটলো না তাদের বেতন।গত ৭বছর ধরে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার।এই সরকার থাকার পরও ১৭ দিন অতিক্রান্ত হয়ে গেলেও বেতন পাচ্ছে না রেগার কর্মচারীরা। অথচ রাজ্য সরকার ঘোষণা দিয়েছিলেন যে ২৬শে অক্টোবরের মধ্যে সকল কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হবে। কিন্তু সবাই পেলেও শারদীয়া দুর্গোৎসব শেষ হয়ে দীপাবলি উৎসব শুরু হতে যাচ্ছে কিন্তু খোয়াই ব্লকের অন্তর্গত ৫২ জন রেগার কর্মচারীদের ভাগ্যে এখনো তাদের ন্যায্য বেতনটা পর্যন্ত জোটেনি। তাই তারা বাধ্য হয়ে সোমবার দুপুরে খোয়াই ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন তাদের বেতন বিষয় নিয়ে। ডেপুটেশন শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেগার কর্মচারীরা তাদের এই করুন কাহিনী তুলে ধরেন। যে রাজ্য সরকারের সিদ্ধান্তের পরও আজ ১৭ দিন অতিক্রান্ত হতে চলেছে কিন্তু খোয়াই ব্লকের অন্তর্গত ৫২জন রেগার সরকারি কর্মচারীদের কপালে জোটেনি তাদের বেতন। সেই বিষয়কে কেন্দ্র করে খোয়াই ব্লক আধিকারিক এর কাছে একটি ডেপুটেশন প্রদান করেন তারা। এবং ব্লক আধিকারিক তাদেরকে আশ্বস্ত করেন তাদের ডেপুটেশনের কপি উপর মহলে পাঠানো হবে। এরপর ও ঐ কর্মচারীরা অনিশ্চিতার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ কবে নাগাদ তাদের বেতন হবে সেই চিন্তায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য