Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএবছরও ‘তেলিয়ামুড়া রিফরমার্স সোসাইটি'র ঐতিহ্যবাহী কালীপূজার প্রস্তুতি শুরু

এবছরও ‘তেলিয়ামুড়া রিফরমার্স সোসাইটি’র ঐতিহ্যবাহী কালীপূজার প্রস্তুতি শুরু

তেলিয়ামুড়া প্রতিনিধি :-

         অন্যান্য বছরের ন্যায় এবছরও ‘তেলিয়ামুড়া রিফরমার্স সোসাইটি’ তথা T.R.S-এর উদ্যোগে এই বছরও ঐতিহ্যবাহী কালীপূজার প্রস্তুতি শুরু।  নেতাজীনগর স্কুল মাঠে এবছর তারা প্রায় আট লক্ষাধিক টাকার বাজেট নিয়ে “অপারেশন সিন্দুর” থিমের উপর ভিত্তি করে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয় খুঁটি পূজা। উপস্থিত ছিলেন সোসাইটির সদস্যর। পাশাপাশি পূজার দিনগুলোতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হবে বলে সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া তেলিয়ামুড়া শহরে এই সোসাইটির কালীপূজা বরাবরই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন করছেন সংস্থার কর্তৃপক্ষরা । অন্য দিকে তেলিয়ামুড়া বিভিন্ন বড় শ্যামা পূজার মধ্যে  তাদের পূজা ও একটা ভালো স্থান অর্জন করবে এবারের পূজায়। এমনটাই আশা ব্যক্ত করেন তেলিয়ামুড়া বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য