Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশারদোৎসবকে সামনে রেখে খোয়াইয়ে এস এফ আই এর উদ্যোগে রক্তদান শিবির ।

শারদোৎসবকে সামনে রেখে খোয়াইয়ে এস এফ আই এর উদ্যোগে রক্তদান শিবির ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে সেপ্টেম্বর…….রক্তদানের মাধ্যমে হোক উৎসবের শুরু।শারদোৎসবের আনন্দোচ্ছাসেও রবিবার সামাজিক দায়বদ্ধতার ব্যাতিক্রমী ও বিরল নজিরের সাক্ষী হয়ে থাকলো খোয়াই মহাষষ্ঠির দিনে। এই দিন রক্তদান শিবিরের আয়োজন করলো এস এফ আই এর খোয়াই বিভাগীয় কমিটি।মোট পনেরোজন রক্ত দান করলেন এই দিনের শিবিরে।সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ অন্যান্যরা এই দিন রক্তদান করেন।খোয়াইয়ের কবিগুরু পার্ক স্থিত পার্শ্বনাথ মুকুল ভবনে এই দিন এস এফ আই এর উদ্যোগে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।এই রক্তদান শিবিরে সউপস্থিত ছিলেন এস এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস, সংগঠনের বিভাগীয় সম্পাদক সাগর পাল,প্রাক্তন বিভাগীয় সম্পাদক নারায়ন নমঃদাস ছাত্রনেতা সৌরভ শীল, সীমা সিনহা প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য