Monday, October 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই বাইজাল বাড়ির পুলিশ খেঙ্গড়া বাড়ি এলাকা থেকে...

গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই বাইজাল বাড়ির পুলিশ খেঙ্গড়া বাড়ি এলাকা থেকে বাংলাদেশি টাকা সহ এক যুবককে আটক করে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে সেপ্টেম্বর….গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সকালে বাইজাল বাড়ি থানার পুলিশ খেঙ্গড়া বাড়ি এলাকার থেকে বাংলাদেশি টাকা সহ এক যুবক কে আটক করে।ঐ যুবকের নাম জয় কুমার দেব (২৭)।জান যায় বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া এলাকার তার বাড়ি।তার বক্তব্য চোরাই পথে ত্রিপুরায় আসে দূর্গা পূজা দেখার জন্য। তাছাড়া আগরতলার বনিক্ক চৌহমুনিতে তার বোন নিলিমা চৌধুরী ও বোন জামাই আদিত্য চৌধুরী রয়েছে তাদের ওখানে সে যাবে বেড়াতে বলে জানায় জয় কুমার দেব। শেষে পুলিশ তাকে গ্রেফতার করে বাইজাল‌ বাড়ি থানায় নিয়ে আসে এবং এই বিষয়ে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান ভাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য