Monday, October 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো...

খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো পন্ডিত দিনদয়াল উপাধ্যায়ের আবির্ভাব দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে সেপ্টেম্বর…..বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনূর কমপ্লেক্স প্রাঙ্গনে খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আবির্ভাব দিবসকে সামনে রেখে এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে এক প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্ম্মা‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সমীর কুমার দাস‚ অনিমেষ নাগ‚ ঝর্ণা দেব বিশ্বাস‚ খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী ।এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দীপঙ্কর ভট্টাচার্য্য‚ খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দ্বয় নির্ঝর ভৌমিক ও শুভম আইচ‚ সমাজকর্মী সৌরচাঁদ নাগ প্রমুখরা। অনুষ্ঠানের অতিথিদের প্রথমেই উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক অনুকূল দাস। এরপর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অতিথিরা সহ উপস্থিত সবাই। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই কালচারাল সেলের শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক দুলাল দেব্বর্মা‚ পরপর বক্তব্য রাখেন সমীর কুমার দাস‚ দেবাশীষ নাথ শর্ম্মা‚ অনুকূল দাস। সবশেষে অনুষ্ঠানের সভাপতি পিযুষ কান্তি চৌধুরী বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই দিন অতিথিরা বক্তব্যের মধ্য দিয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের রচিত “একাত্ম মানবতাবাদ” ও ‘অন্তোদয়’ দুটো দর্শন সম্পর্কে তুলে ধরেন। এবং পন্ডিত জী-র জীবনী ও কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন‚ যেখানে উনার চিন্তাচেতনায় মানবসমাজের কল্যাণে দূরদর্শী মনোভাবের পরিচয় পাওয়া যায় উনার কর্মজীবনী থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য