Monday, October 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপানীয় জলের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

তেলিয়ামুড়া প্রতিনিধি –
কিছু হলেই পথ অবরোধ। পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গল সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়া এলাকা পথ অবরোধে বসে স্থানীয় জনগণ। মঙ্গলবার সকালে,
এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ, প্রায় এক মাস আগে সড়ক সংস্কার কাজের জন্য এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি স্থানান্তরিত করা হয়। এরপর থেকেই ওই এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ৭০টি পরিবারের বসবাসকারী গোটা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান না মেলায় এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধে নামে।
অবরোধের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের DCM প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। কিন্তু অবরোধকারীদের বক্তব্য, যতক্ষন না পর্যন্ত ডিডাব্লিউএস আধিকারিকরা এসে সমস্যা সমাধানের আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।
শেষ খবর লেখা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকে এবং অব্যাহত থাকে। তবে ঘটনাস্থলে DWS এর কোন আধিকারিকদের দেখা পাওয়া যায়নি। তবে ডিসিএম প্রদীপ কুমার সরকার জানিয়েছেন, আজকেই DWS দপ্তরের আধিকারিকরা আসলে তাদের কে নিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করবেন। এবং অতি দ্রুত সমস্যাগুলো শেষ করে চেষ্টা করবেন।পরে আধিকারিকদের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য