গোপেশ রায়, তেলিয়ামুড়া প্রতিনিধি
মহালয়ার পুণ্য তিথিতে আরএসএস-এর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে স্থানীয় মানুষের পাশে দাড়াল বিজেপি তেলিয়ামুড়া মন্ডল ও রাষ্ট্রিয় স্বয়ং সেবক সংঘের সদস্যরা । শতবর্ষ উদযাপন উপলক্ষে আরএসএস দেশব্যাপী নানা সামাজিক কার্যক্রম হাতে নিয়েছে । যার মধ্যে অন্যতম হল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগী ও তাদের আত্মীয়-পরিজনের মধ্যে বিশেষ খাদ্য বিতরণ । এদিনের এই মহতী কর্মসূচীতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকারসহ আর এস এসের কর্মী সমর্থকরা । এদিন বিধায়িকা কল্যানী রায় আর এস এসের এই সমাজ সেবামুলক কাজের প্রশংসায় বলেন আরএসএস দেশের জন্য যে আদর্শ স্থাপন করেছে, তা আমাদের সকলকে দেশগঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রেরণা দেয়। আমি আশা করি, সমাজের প্রত্যেক নাগরিক এই মানবিক উদ্যোগকে উদাহরণ হিসেবে গ্রহণ করবে এবং সমাজে সেবার সংস্কৃতি আরও প্রসারিত হবে বলে ।