বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে সেপ্টেম্বর.…..দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবস উপলক্ষে শনিবার বিকেলে খোয়াই পন্চায়েত সমিতির উদ্যোগে খোয়াই সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকার ২১টি ক্লাব ও সামাজিক সংস্থাকে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য, খোয়াই ব্লক আধিকারিক অনিরুদ্ধ দাস সহ অন্যান্যরা। এই খেলা সামগ্রীর মধ্যে ছিল ক্যারাম বোর্ড, ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল, ভলিবল খেলার সামগ্রী। এই অনুষ্ঠানে খোয়াই পন্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য আলোচনা করতে গিয়ে বলেন বর্তমান সময়ে গ্রাম এবং শহরের ছেলে মেয়েরা মাঠ বিমুখ হয়ে গেছে। যার ফলে খেলার বয়সী যুবক-যুবতীদের শারীরিক পরিকাঠামো সঠিকভাবে গড়ে উঠছে না। কারণ শরীরচর্চা না করলে সুস্থ সবল দেহ পাওয়া যায় না। তার পিছনে অনেক কারণও রয়েছে। এছাড়া বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা নেশায় আকৃষ্ট হয়ে রয়েছে । এই সমস্ত ছেলে মেয়েদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদেরকে যেমন চিকিৎসা করাতে হবে পাশাপাশি তাদেরকে মাঠ মুখিও করতে হবে। তাতে করে শরীর চর্চাটা ঠিকঠাক ভাবে যদি করতে পারে সমস্ত যুবক যুবতীরা যেমন নিজেদের লেখাপড়া শরীরচর্চায় মনঃনিবেশ করতে পারবে পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অদুর ভবিষ্যতে সমাজে নিজেকে একজন ভালো খেলোয়ার হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারবে। এছাড়া বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা আগামী দিন দেশের ভবিষ্যৎ । তাদেরকে নেশার কবলে ফুটে না গিয়ে মাঠ মুখী হয় প্রচেষ্টাতেই কাজ করছে সরকার তাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। এই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই খেলার সামগ্রীগুলি বিভিন্ন গ্রামের ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হয় । যাতে করে এই সমস্ত খেলার সামগ্রী গুলি দিয়ে গ্রাম শহরের ছেলেমেয়েরা নিজ নিজ খেলার মাঠে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন খেলায় মনোনিবেশ করতে পারে।