বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে সেপ্টেম্বর.…..শুক্রবার সন্ধ্যে ৭টায় খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হলো খোয়াই কালচারাল সেলের ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে মা দূর্গার আগমনীকে সামনে রেখে “এসো মা” শীর্ষক নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্ম্মা‚ বিশিষ্ট সমাজসেবক সমীর কুমার দাস‚‚ খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী‚ এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক হলেন খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য্য। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়।এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক বিনয় দেব্বর্মা সহ অন্যান্য অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক দীপঙ্কর ভট্টাচার্য‚ পরপর বক্তব্য রাখেন সমীর কুমার দাস‚ দেবাশীষ নাথ শর্ম্মা‚ বিনয় দেব্বর্মা। তারপর খোয়াই কালচারাল সেলের পক্ষ থেকে খোয়াই মহকুমার সমস্ত সঙ্গীত ও নৃত্য
নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধারদের‚ বিশিষ্ট বাচিকশিল্পী‚ যন্ত্রসঙ্গীতশিল্পী ও সংস্কৃতিসেবকদের সম্মাননা স্মারক জ্ঞাপন করা হয় এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠানের সভাপতি পিযুষ কান্তি চৌধুরী বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন। এরপর দ্বিতীয়ার্ধের মূল পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে খোয়াই মহকুমার সমস্ত সঙ্গীত ও নৃত্য শিক্ষা কেন্দ্রের শিল্পীরা উপস্থিত ছিল ও অংশগ্রহণ করেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা ও বিশিষ্ট বাচিকশিল্পী তমা মজুমদার। শারদোৎসবের প্রাক্ লগ্নে এই আগমনী অনুষ্ঠান সংস্কৃতির শহরে নতুনভাবে প্রাণসঞ্চার করেছে। খোয়াই এর কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যের গতিধারাকে অক্ষুন্ন রেখে চলেছে খোয়াই কালচারাল সেল।