Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদব্যাপক সফলতার সাথে তৃতীয় মাইলস্টোন অতিক্রম করল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের...

ব্যাপক সফলতার সাথে তৃতীয় মাইলস্টোন অতিক্রম করল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল একদিনে দুটি অপারেশন করে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই সেপ্টেম্বর….ব্যাপক সফলতার সাথে তৃতীয় মাইলস্টোন অতিক্রম করল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল ।একই দিনে অর্থাৎ সোমবার দুপুরে পর পর দুটি অপারেশন করে খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল সফলতার সাথে তৃতীয় মাইলস্টোন টিও অতিক্রম করে দেখাল।এই বিষয়ে খোয়াই জেলা হাসপাতালে শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মা সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই দিন তারা প্রথম অপারেশন করেন খোয়াই বাইজাল বাড়ি থানাধীন ফালগুনা বাড়ি এলাকার বাসিন্দা রিখনাই দেববর্মা (২৩) এর। খেলতে গিয়ে ওর পায়ের উরুর হার ভেঙ্গে যায়। শেষে গত ১১ই সেপ্টেম্বর খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মার সাথে কথা বলে শেষে সোমবার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে তার অপারেশন করা হয় সফলতার সাথে। পাশাপাশি এই দিনই বিকালে আরেকটি অপারেশন করেন তারা তেলিয়ামুড়া থানাধীন উত্তর মহারানীপুর নখিরাই বারি এলাকার বাসিন্দা মৃত দিখরাই দেববর্মার ছেলে প্রফুল্ল দেববর্মার( ৫৫)।গত কয়েক মাস আগে কোন দুর্ঘটনার কবলে পড়ে উনার ডান পায়ের গোড়ালি ভেঙ্গে যায়।এর পর বনাজী চিকিৎসা করালে ভাঙ্গা হার জোরা লাগলেও ঐ জায়গার চামরা এবং মাংস পচে যায়। শেষে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মা রোগি প্রফুল্ল দেববর্মার খত স্থানে প্রতিনিয়ত ড্রেসিং করে সেই খত স্থানটি সুখিয়ে যাবার পর রোগি প্রফুল্ল দেববর্মার পায়ের উরুর চামরা কেটে তুলে এনে পায়ের সেই খত স্থানটিতে ড্রাফটিং করেন বলে জানান চিকিৎসক তৃনজিৎ দেববর্মা।এই অপারেশনে উনার সাথে ছিলেন চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা সহ হাসপাতালের অন্যান্য সিষ্টার সহকারীরা।তবে দুটি অপারেশনই সফলতার সাথে সুসম্পর্ন করেছেন এবং রোগীরা সুস্থ আছেন বলে জানান শল্য চিকিৎসক তৃনজিৎ দেববর্মা। এইভাবে একের পর এক খোয়াই জেলা হাসপাতালে শল্য চিকিৎসকরা ছোট বড় সব ধরনের কিছু কিছু ক্রিটিকাল অপারেশন করে সফলতার সাথে খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন। পাশাপাশি আয়ুষ্মান কার্ড থাকার ফলে এবং যাদের এই কার্ড নেই তাদেরকে আয়ুষ্মান করিয়ে এই ধরনের অস্ত্র প্রচারের সুবিধা প্রদান করছেন খোয়াই জেলা হাসপাতালে শল্য চিকিৎসকের দলটি। তাদের এই সাফল্যের কারণে খোয়াই মহকুমা সহ সমস্ত জেলাবাসি ব্যাপক খুশি। যদিও এর পেছনে অনেক কারণ রয়েছে। এই ধরনের গুরুতর অপারেশনের ক্ষেত্রে রাজ্যের রেফারেল হাসপাতাল গুলিতে গেলে অনেক সময় অতিক্রান্ত হয়ে যায় পাশাপাশি রোগীদের অনেক হেনস্তার স্বীকারও হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে খুব কম সময়ের মধ্যে খোয়াই জেলা হাসপাতালে এই ধরনের অপারেশনগুলি আয়ুষ্মান কার্ডের মাধ্যমে অনায়াসে হয়ে যাচ্ছে যা খোয়াই জেলাবাসীর জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য