বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই সেপ্টেম্বর…… খোয়াই মহাকুমার সাংবাদিক আশীষ চক্রবর্তীর মাতৃ বিয়োগ। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই মহকুমার দৈনিক সংবাদ এর সাংবাদিক আশীষ চক্রবর্তীর মা বেলা চক্রবর্তী । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার রাত আট ঘটিকায় খোয়াই জেলা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উনার পরিবার সূত্রে জানা যায় গত কিছুদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন। শেষে শনিবার সন্ধ্যায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সাংবাদিক আশিষ চক্রবর্তীর মা বেলা চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে দুই পুত্র বধু এক নাতি ও এক নাতনি। তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।