Friday, September 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই এর তিনটি বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর...

খোয়াই এর তিনটি বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হল পালিত হল ৬৪ তম শিক্ষক দিবস ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই সেপ্টেম্বর..…শুক্রবার বেলা ১২ ঘটিকায় খোয়াই বি‚আর‚সি‚ হলে খোয়াই বিদ্যালয় পরিদর্শক‚ তুলাশিখর বিদ্যালয় পরিদর্শক ও পদ্মবিল বিদ্যালয় পরিদর্শকের যৌথ ব্যবস্থাপনায় খোয়াই মহকুমাভিত্তিক ৬৪ ’তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দেব্বর্মা। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস‚ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ দেব্বর্মা‚ পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত‚ অবসরপ্রাপ্ত পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক শচীন্দ্র দেব্বর্মা‚ প্রধানশিক্ষক অশোক দাস প্রমুখরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুলাশিখর বিদ্যালয় পরিদর্শক বিজয় কুমার দেব্বর্মা ও আহ্বায়ক ছিলেন খোয়াই বিদ্যালয় পরিদর্শক পি‚কে‚ দেব্বর্মা। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অতিথিরা অনুষ্ঠানের শুভসূচনা করেন‚ তখন উপনিষদের শান্তিমন্ত্র পাঠ করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এরপর অনুষ্ঠানের অতিথিরা ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই মহকুমার শিক্ষক-শিক্ষিকারা। স্বাগত বক্তব্য রাখেন পি‚কে‚ দেব্বর্মা‚ তারপর যথাক্রমে বক্তব্য রাখেন মনোজ দেব্বর্মা‚ বিষ্ণু দত্ত‚ শচীন্দ্র দেব্বর্মা‚ অনুকূল দাস‚ রঞ্জিত দেব্বর্মা। অনুষ্ঠানের উদ্ভোধক রঞ্জিত দেব্বর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন‚ খোয়াই‚ রামচন্দ্র ঘাট‚ আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রে যোগ্য শিক্ষক-শিক্ষিকরা থাকা সত্বেও কেন তাদেরকে শিক্ষক দিবসে রাজ্য স্তরের শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে দুই বছর ধরে সুযোগ দেওয়া হচ্ছে না‚ এই বিষয়ে তিনি বিধানসভায় প্রশ্ন উত্থান করবেন। এরপর খোয়াই মহকুমার উনিশ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে অতিথিদের হাত দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি বিজয় কুমার দেব্বর্মা বক্তব্য রাখার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেছেন। এইদিন বি‚আর‚সি‚ হলে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়‚ সবার উপস্থিতি‚ অংশগ্রহণ ও সহযোগিতার ফলে সফল হয়ে উঠেছে খোয়াই মহকুমাভিত্তিক শিক্ষক দিবস পালন ও শিক্ষক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য