Thursday, September 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা শাসকের হাত ধরে উৎভোধন হলো দশরথ দেব মেমোরিয়াল কলেজের জাতিয়...

খোয়াই জেলা শাসকের হাত ধরে উৎভোধন হলো দশরথ দেব মেমোরিয়াল কলেজের জাতিয় সেমিনারের বই।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা সেপ্টেম্বর…. বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের সেমিনার কমিটির উদ্যোগে বিগত দিনে কলেজের সংগঠিত হওয়া জাতীয় সেমিনারের উপর একটি বই প্রকাশ করা হয় জেলা শাসক রজত পন্থ হাত দিয়ে। এতে প্রচুর সংখ্যক লেখকের লেখাগুলি সংকলিত করা হয়। বুধবারের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক খোয়াই জেলাশাসক রজত পান্থ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খোকন মজুমদার, সেমিনার কমিটির কনভেনার ডক্টর পঙ্কজ চক্রবর্তী, এবং কো কনভেনার রাজীব দাস সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজের ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা দের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য যে দশরথ দেব মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ডঃ খোকন মজুমদার দায়িত্বভার গ্রহণের পর থেকেই কলেজটির সার্বিক উন্নতি পরিলক্ষিত হয়েছে। এবং মহাবিদ্যালয় টি একাধিক সাংস্কৃতিক সামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। ডঃ খোকন মজুমদারের অক্লান্ত পরিশ্রমে মহাবিদ্যালয়টি একাধিক বিষয়ে এগিয়ে গেছেন, শুধুমাত্র শিক্ষা নয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় ও মহাবিদ্যালয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানান খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ খোকন মজুমদার মহাশয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য