বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা সেপ্টেম্বর……আবারো বাইজাল বাড়ির ওসি যুগল ত্রিপুরার নেতৃত্বে পুলিশের বড় সাফল্য।
বিগত প্রায় দুই মাস আগে খোয়াই মহকুমা অন্তর্গত বাইজাল বাড়ি থানা উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে। যথারীত নতুন থানা উদ্বোধনের পর এই থানার ওসি পদে দায়িত্ব প্রদান করা হয় অভিজ্ঞ পুলিশ অফিসার যুগল ত্রিপুরাকে । যুগল বাবু ওসি পদে দায়িত্ব পাওয়ার পর দায়িত্বের সঙ্গে কাজ করার পরিপ্রেক্ষিতে বড় বড় সাফল্য পাচ্ছে খোয়াই মহকুমা পুলিশ। পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত পাচারকারীরা দুশ্চিন্তায় দিন যাপন করছেন। প্রতিদিন সফলতার সঙ্গে পাচার সামগ্রী আটক করছেন ওসি যুগল ত্রিপুরার নেতৃত্বে বাইজাল বাড়ির পুলিশ। ঠিক একই রকম ভাবে মঙ্গলবার গভীর রাতে বাইজাল বাড়ি থানার অন্তর্গত পাগলা বাড়ি এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে প্রায় ৮৫ ফুট দামি কাঠ বোঝাই গাড়ি আটক করেন। ঘটনার বিবরণে ওসি যুগল ত্রিপুরা সহ খোয়াই বনদপ্তরের কর্মীরা জানান পাগলা বাড়ি এলাকা থেকে টি আর জিরো সিক্স সি ১৭৩৮ নাম্বারের বোলেরো পিকআপ গাড়ি তে কাঠ বোঝাই গাড়ি সহ দুজনকে আটক করেন। এই দুজন হল নিতীশ দেবনাথ এবং বিমল দেববর্মা।তারা জানান এই মুঙ্গিয়া গামি থেকে রানির বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।যে কাঠগুলি আটক করেছেন পুলিশ সেই কাঠের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ওসি যুগল ত্রিপুরা। পাশাপাশি ওসি এও জানিয়েছেন এইরকম অভিযান আগামী দিনও জারি থাকবে পুলিশের পক্ষ থেকে।