বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা সেপ্টেম্বর.….খোয়াই জেলা পুলিশের উদ্যেগে এবং খোয়াই থানার সহযোগিতায় খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুধবার বেলা বারোটায় নেশা বিরোধী এক সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদীত্য দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর পদ্মরাম জমাতিয়া, চিকিৎসক মনোজিৎ দেবনাথ এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যা শ্রীমতি পপি ভট্টাচার্য সহ এই স্কুলের ছাত্র ছাত্রীরা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা। স্বাগত ভাষণে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার এই অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে বলেন ড্রাগস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজকের এই কর্মসূচি। যাতে করে যুব সমাজ ও ছাত্র ছাত্রীরা নেশার করাল গ্রাস থেকে নিজেদের দুরে রাখে।সেই উদ্দেশ্যেই জেলা পুলিশের উদ্যেগে এই ধরনের কর্ম সুচি হাতে নেওয়া হয়েছে।ঠিক একই রকম ভাবে অনুষ্ঠানের উদ্বোধক তথা খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস বলেন, আজকের ছেলে মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের মূল স্রোতে রাখার জন্য এইরকম কর্মসূচি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। যাতে করে বর্তমান সময়ে ছেলে মেয়েরা যাতে বিপথে না যায় নেশার কবলে পড়ে। তাছাড়া উঠতি বয়সের যুবক যুবতীরা নতুন অভিজ্ঞতার টানে এবং অজানাকে জানার জন্য উৎসাহিত হয়ে প্রায়ই এই ধরনের মারন ব্যাধি নেশায় আকৃষ্ট হয়ে তাদের জীবনকে নষ্ট করে ফেলে।তা যাতে না হয় তাই এই ধরনের নেশা বিরোধী কর্মশালার আয়োজন করা হয়েছে জেলা পুলিশের উদ্যেগে।এছাড়া অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্কুলের ছাত্র ছাত্রীরা।পাশাপাশি নেশার ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের জন্য। যথারীতি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার তুলেদেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা।