বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা সেপ্টেম্বর……আনন্দ মাগ প্রচার সংঘের উদ্যোগে মঙ্গলবার বেলা ১টা ৩০মিনিট নগাদ খোয়াই গণকী স্থিত আনন্দ মার্গ স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন । এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন আনন্দমার্গ ভক্তি প্রদান আইনজীবী গৌতম ঘোষ। আনন্দমার্গ ও প্রচার সংঘের চেয়ারম্যান দানেশ চন্দ্র পাল। ভাইস চেয়ারম্যান অসিত বরণ ঘোষ। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আনন্দ মার্গ প্রচার সংঘের খোয়াই শাখার চেয়ারম্যান দানেশ পাল বলেন গত ৩১শে অগাস্ট তেলিয়ামুড়াতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দমার্গ সম্পর্কে কটুক্তি করে মন্তব্য করেছেন ।এর জন্ন তীব্র বিরোধিতা করেন এবং ধিক্কার ও জানান আনন্দ মার্গ প্রচার সংঘ খোয়াই শাখা। এবং এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেন খোয়াই গনকি আনন্দ মার্গ স্কুলের সামনে। পাশাপাশি সি পি আই এম দলকে সন্ত্রাসবাদি দল বলেও আক্ষায়িত করেন। তিনি এও বলেন একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতিরা মিলে রাজ্যে একসাথে মিলে মিলে শান্তিতে বসবাস করত। কিন্তু এই সন্ত্রাসবাদী সি পি আই এম দল সেই সান্তির শত্রু হয়ে উঠে। এবং রাজ্যকে অগ্নিগর্ভ করে তুলে।তারা রাজনৈতিক ফায়দা তুলার জন্য বাংঙ্গালিদের বিরুদ্ধে স্বরযন্ত্র শুরু করে।এই ধরনের স্বরযন্ত্র করার পিছনে যার হাত ছিল সে আর কেউ নন তিনি হলেন তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী। উনার সেই চক্রান্তের ফলে রাজ্য বাসিকে দেখতে হয়েছে ১৯৮০ সালের জাতি দাঙ্গা। কিন্তু তৎকালীন সময়ে সময়ে ত্রিপুরায় এই ধরনের পরিস্থিতি ছিলনা। কিন্তু সন্ত্রাস বাদের রাজনীতি তখন থেকেই রাজ্যে শুরু হয় সি পি আই এম দলের হাত ধরেই।শুধু তাই না সান্তি সম্পৃতি ও সাংস্কৃতিক সহর খোয়াইতে ও একের পর এক রাজনৈতিক হত্যা হয়েছে তাদের সেই সন্ত্রাসবাদীদের দ্বারা।সেই জায়গায় দাঁড়িয়ে আজ সিপিএম দল আনন্দমার্গকে সন্ত্রাস বাদী বলে প্রচার করছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিক সরকারের এই ধরনের কুটুক্তি কর মন্তব্যকে কেন্দ্র করে তারা নিন্দা ও ধিক্কার জানান । পাশাপাশি মানিক সরকারের কুটুক্তি কর মন্তব্যকে কেন্দ্র করে তাদেরকে এক হাতে নিয়ে তুলোধুনো করেন আনন্দ মার্গ প্রচার সংঘের খোয়াই শাখার চেয়ারম্যান দানেশ পাল।