বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা সেপ্টেম্বর……সফলতার দ্বিতীয় মাইলস্টোন অতিক্রম করে দেখাল খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল।
খোয়াই জেলা হাসপাতালে এই নিয়ে দ্বিতীয় বার সফলতার সঙ্গে বড় রকমের অস্ত্র পাচার সুসম্পন্ন করে।
খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকরা জানান
কল্যাণপুর এলাকার বাসিন্দা রণকিশোর দেববর্মার ১৪ বছর কন্যা সীমা দেববর্মা গত আগস্ট মাসের ২৪ তারিখ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এবং ঐ দুর্ঘটনায় রাধা কিশোর দেববর্মার মেয়ে সীমা দেববর্মার ডান পায়ের ফিমার অর্থাৎ উরুর হাড় ভেঙে যায়।এই দুর্ঘটনা পর রণ কিশোর দেববর্মা উনার মেয়েকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। খোয়াই জেলা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক আমন দেববর্মা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন ওই মেয়েটির ডান পায়ের উরুর হাড়টি ভেঙ্গে একটির উপর আরেকটি উঠে যায়। এবং যেই অবস্থায় আছে বড় রকমের অপারেশনের প্রয়োজন। যথারীতি একদিনের মধ্য দিয়ে খোয়াই জেলা হাসপাতালে আয়ুষ্মান করা হয়। অবশেষে সোমবার দুপুরে সেই আয়ুষ্মান কার্ড এর সুবিধার মাধ্যমে খোয়াই জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের প্রচেষ্টায় অপারেশনটি করানো হয়। তাতে চিকিৎসকদের এই অপারেশন সম্পূর্ণ করতে সময় লাগে এক ঘন্টা বলে জানান তারা। এবং ঐই অপারেশন সম্পূর্ণ ভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন শল্য চিকিৎসক অমন দেববর্মা।এই অপারেশনে উনাকে সহযোগিতা করেন চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা, সিষ্টার শ্যামলী দেববর্মা,জি এ বি কর্মী অরিন্দম নম সহ অন্যান্যরা।গোটা বিষয়টিকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালের, মেডিকেল সুপার শরদিন্দু রিয়াঙ্গ সংবাদ মাধ্যমকে জানান । এর আগেও খোয়াই জেলা হাসপাতালে ঠিক একই রকম এমনই একটি জটিল অপারেশন করা হয় গত ১৮ ই আগস্ট ৬৫ বছরের এক মহিলার হীপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয় সফলতার সাথে। খোয়াই জেলা হাসপাতালের ছোট্ট পরিধিতে এই ধরনের পর পর দুটি বড়ধরনের অপারেশন সফলতার সাথে সুসম্পর্ন করার জন্য খোয়াই জেলা হাসপাতালের সমস্ত চিকিৎসক সহ খোয়াই বাসি আনন্দিত।