Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগোপন সূত্রের ভিত্তিতে খোয়াইয়ের আন্তর্জাতিক সীমান্ত এলাকা বগাবিল থেকে গাজা উদ্ধার করল...

গোপন সূত্রের ভিত্তিতে খোয়াইয়ের আন্তর্জাতিক সীমান্ত এলাকা বগাবিল থেকে গাজা উদ্ধার করল বাইজাল বাড়ি থানার পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে আগষ্ট…..বুধবার বিকেলে বাইজাল বাড়ি থানার অন্তর্গত বগাবিল আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনার বিবরন দিয়ে পুলিষ জানায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাইজাল বাড়ির থানার ওসি যুগল ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পেট্রোলিং চালায়। পেট্রোলিং চলাকালীন সময় বগাবিল আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গাঁজা পাচারকারীরা গাঁজা প্যাকেট করছিল। পুলিশকে দেখতে পেয়েই গাঁজা পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শেষে উদ্ধারকৃত গাঁজা গুলি বাজেয়াপ্ত করে পুলিশ বাই জাল বাড়ি থানায় নিয়ে আসে।ওসি যুগল ত্রিপুরা জানান, উদ্ধার করা গাঁজা গুলি থানায় আনা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের দাবি, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় পাচারকারীরা গাঁজা গুলি ফেলে পালিয়ে যায়।এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাইজাল বাড়ি থানার পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য