বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে আগষ্ট….রাজ্যের বিভিন্ন বনাঞ্চল ফাঁকা করে নির্বিচারে মূল্যবান কাঠ পাচার করছে বনদস্যুরা। আর সব জেনে শুনে কালঘুমে বন দপ্তর।পুলিশের অভিযানে উদ্ধার লরি বোঝাই আশি ফুট কাঠ, গ্রেপ্তার চালক সহ তিন জন। ঘটনা খোয়াই বেলফাং এলাকায় ।একদিকে যখন খোয়াই মহাকুমার বিভিন্ন পাহাড়ি বনান্চল ফাঁকা করে দিচ্ছে বনদস্যরা অন্যদিকে খোয়াই মহাকুমার বন দপ্তর কালঘুমে আচ্ছন্ন। অন্যদিকে বন দপ্তরের একাংশের আধিকারিক ও বনরক্ষীদের সাথে চোরাকারবারি ও পাচারকারীরা অবৈধ কাঠ ব্যবসায়ীদের যোগসাজশে প্রতিদিন বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। অন্যদিকে মঙ্গলবার রাতে খোয়াইয়ের ২০৮ জাতীয় সড়কের বেলফাং এলাকায় পুলিশের অভিযানে পাচারকালে কাঠ বোঝাই TR01AL1913 নম্বরের একটি বোলোরো গাড়ি আটক করে ।ওই গাড়িটিকে তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন জাতের আশি ফুট মূল্যবান কাঠ উদ্ধার করে। এবং লরির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশের সূত্রে জানা যায় যে, মঙ্গলবার রাতে বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে খোয়াই বাইজাল বাড়ির পুলিশ খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়কের বেলফাঙয়ের নাকা পয়েন্টে ডিউটি করার সময় আগরতলার দিক থেকে আসা একটি লরিকে থামার সঙ্কেত দিলে লরিটি পুলিশের সঙ্কেত অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশও লরিটির পেছন পেছন ধাওয়া করে শেষে বাইজালবাড়ী থানার সামনে ব্যারিকেড বানিয়ে বুলেরো গারিটিকে আটক করে।পরে ঐ গারিটিতে তল্লাশি চালিয়ে লরি থেকে বিভিন্ন জাতের আশি ফুট মূল্যবান কাঠ উদ্ধার করে পুলিশ।লরিটি আটক করেছে পুলিশ।একইসাথে লরির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।লরি সহ উদ্ধারকৃত কাঠ পদ্মবিল বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়।