বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে আগষ্ট…… ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ,মেধা এবং একাগ্রতা থাকলে যে যেকোনো প্রতিবন্ধকতাকে জয় করা যায় তারই একটি প্রকৃত উদাহরণ উঠে আসলো সংবাদ মাধ্যমের কাছে। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে স্থান করে খোয়াই জেলার নাম উজ্জ্বল করলো খোয়াই চেবরির এক খুদ শিশু অয়ন দেবনাথ।খোয়াই মহকুমা অন্তর্গত পূর্ব চেবরী তাঁতি পাড়া এলাকার বাসিন্দা তথা শিক্ষক প্রানজিৎ দেবনাথ মাতা তনুশ্রী দেবনাথের এর পাঁচ বছর আট মাসের খুদে ছেলে অয়ন দেবনাথ আন্তর্জাতিক রেকর্ড বুকে নিজের স্থান দখল করে নিলো। মূলত অয়ন গত মে মাসে দুই মিনিট ৫৩ সেকেন্ড গোটা বিশ্বের ১৯৫ টি দেশের নাম সাথে ওই দেশ গুলির রাজধানীর নাম একনাগারে বলেছেন। যার জন্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড থেকে তাকে অর্থাৎ অয়নকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করেন। বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এর তরফ থেকে মেডেল এবং সার্টিফিকেট পোস্ট অফিস মারফত ওদের বাড়িতে অর্থাৎ পূর্ব চেবরী তাঁতি পাড়া বাড়িতে আসে। গোটা বিষয়টি নিয়ে তার পরিবারের লোকজন অর্থাৎ মা-বাবা দাদু কাকা কাকি মনি তাছাড়া অয়ন যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন অর্থাৎ চেবরী স্থিত শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অন্যান্য অভিভাবক সহ এলাকাবাসী সকলে ব্যাপক খুশি তার এই সাফল্যে। সব থেকে বড় বিষয় অয়নের বয়স যখন দুই বছর চার মাস ছিল তখন জাতীয় স্তরে ঠিক একই রকম ভাবে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজে অর্থাৎ অয়ন স্থান দখল করে নেয়। গোটা বিষয়টি নিয়ে চেবরী এবং খোয়াই মহকুমা জুড়ে আনন্দের জোয়ার বইছে।গোটা বিষয়টি নিয়ে অয়নের মা তনুশ্রী দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান,ছোট থেকেই অয়নের মেধা ছিল অপরিসীম, অয়নকে যা বলা হত ঠিক সেই রকম বলে ফেলতো। পরিবারের লোকজন গোটা বিষয়টি প্রত্যক্ষ করার পর পিতা প্রাণজিৎ দেবনাথ তার মেধার বিষয়টি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং যথারীতি সফলতা পান। এই বিষয়ে অয়ন যে বিদ্যালয়ে পড়াশোনা করেন অর্থাৎ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল মনতোষ দত্ত টেলিফোনিক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে জানান অয়ন বরাবরই খুব মেধা এবং শান্ত প্রকৃতির ছেলে। অদূর ভবিষ্যতে তিনি আশা ব্যক্ত করেন এই অয়ন ভালো কিছু করবে। তাতে পরিবারের লোকজনও অনেকটাই আপ্লুত। একেবারে প্রান্তিক এলাকা থেকে এই ছোট্ট ছেলে অয়ন ওয়ার্ল্ড বুক রেকর্ডে স্থান করে নেওয়া সম্পূর্ণ একাগ্রতা এবং মেধা থাকলেই সম্ভব, বলে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত। যদিও ছোট্ট অয়ন জানিয়েছেন বড় হয়ে সে ডাক্তার হবে।