Friday, July 25, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রকাশ্যে দিবালোকে তেলিয়ামুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা জয়নগরে চুরির ঘটনা!

প্রকাশ্যে দিবালোকে তেলিয়ামুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা জয়নগরে চুরির ঘটনা!

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
প্রকাশ্যে দিনের বেলায় তেলিয়ামুড়া শহরের অন্যতম জনবহুল এলাকা জয়নগরে চুরির ঘটনা! পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চোরের দল নির্দ্বিধায় নগদ ১০ থেকে ১১ হাজার টাকা সহ চার ভরি স্বর্ণালংকার এবং বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।
ঘটনার বিবরণে জানা যায়, জয়নগর এলাকার রাখাল পালের বাড়ির সদস্যরা নিকটবর্তী চৈতন্য আশ্রমে গিয়েছিলেন, বিকেল নাগাদ বাড়িতে ফিরে এসে দেখতে পান জানালার নেট কাটা এবং ঘরের ভেতর ঢুকে দেখতে পান সবকিছু লণ্ড-ভণ্ড হয়ে রয়েছে।
চুরি হয়েছে এই বিষয়টা অনুধাবন করে প্রথমে প্রতিবেশীদের জানানো হয় এরপর খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত করার দাবি করেছে।
তবে প্রকাশ্যে এইভাবে দিনের বেলায় তেলিয়ামুড়ার জয়নগরের মত এলাকায় চুরি কান্ড সংঘটিত হওয়াতে নিশ্চিতভাবে পুলিশি নিরাপত্তা ব্যাবস্থার নিয়ে তথা সার্বিক নিরাপত্তা ব্যাবস্থার পরিপ্রেক্ষিতে এক বড়সড়ো প্রশ্ন তৈরি করল।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন তাকিয়ে রয়েছে পুলিশ এই ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহণ করে কিনা, সেই দিকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য