বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা জুন……বিগত বেশ কয়েক মাস ধরে সারা রাজ্যের সাথে খোয়াই ব্লাড ব্যাংকেও রক্ত সংকট দেখা দিয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করে সোমবার দুপুরে খোয়াই জেলা শাসকের উদ্যোগে জেলাশাসকের কনফারেন্স হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবং খোয়াই মহাকুমার সমস্ত অফিস গুলোতে বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছে খোয়াই জেলা শাসক। তাতে পালা করে প্রতিমাসে কোন না কোন অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী। সোমবার দুপুরে এই রক্তদান শিবিরে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের কর্মচারীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরে ২৫ জনের নামের তালিকা আসে রক্তদান শিবিরের জন্য, তার মধ্যে সোমবার বিকেলের মধ্যে ২৫ জনই রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত পন্থ সহ অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী ও অভিধানন্দ বৈদ্য সহ খোয়াই জেলা শাসকের কার্যালয়ের অন্যান্য আধিকারিকরা এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন।