Sunday, June 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা রেলি

তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা রেলি

তেলিয়ামুড়া প্রতিনিধি। তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা রেলি, যেখানে শহরজুড়ে ছড়িয়ে পড়লো দেশপ্রেমের আবেগ। জাতীয় পতাকা হাতে প্রচুর মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করেন।

এধই রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, পুর পিতা রূপক সরকার মহকুমা শাসক পরিমল মজুমদারer নেতৃত্বে, প্রশাসনিক আধিকারিকরাও জাতীয় পতাকা হাতে যাত্রায় অংশগ্রহণ করেন,
রেলিটি শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলো ছাত্রছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, এবং সাধারণ নাগরিক। এদিনের এই মহতী উদ্যোগের মাধ্যমে সকলের মধ্যে জাতীয় ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

কল্যাণী সাহা বলেন,,,,,,
ভারতের বীর সেনাবাহিনীর অদম্য পরাক্রম ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর সুদৃঢ় নেতৃত্বে পহলগামে হওয়া পাকিস্থানের মদতপুষ্ট কাপুরুষোচিত ও বর্বর হত্যালীলার বিরুদ্ধে দেওয়া যোগ্য জবাব ‘অপারেশন সিঁদুর’ কে কুর্ণিশ জানিয়ে সুশীল সমাজের সকল অংশের নাগরিকদের বিপুল উপস্থিতিতে সুবিশাল তিরঙ্গা র‍্যালিতে সামিল হই।

এই র‍্যালি থেকে ভারত মাতার সম্মান রক্ষার্থে সকল বীর শহীদদের আত্মত্যাগ ও বলিদানের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য