Monday, June 23, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসি বি এস ই বোর্ডের অন্তর্গত মাধ্যমিক পরীক্ষায় খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের...

সি বি এস ই বোর্ডের অন্তর্গত মাধ্যমিক পরীক্ষায় খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দুই ছাত্রী ফলাফলের দিক দিয়ে প্রথম ও দ্বিতীয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই মে……..সি বি এস ই বোর্ডের অন্তর্গত মাধ্যমিক পরীক্ষায় এ বছর খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফালাফল আন্যান্য বছরের ন্যায় এবার অনেকটাই ভাল।তার মধ্যে ফলাফলের দিক দিয়ে এই স্কুলের মেয়েরা অনেকটা এগিয়ে।খোয়াই জেলায় মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ঈপ্সিতা দেব । এবং দ্বিতীয় স্থান অর্জন করে প্রেরনা দেবরায়।এবছর সি বি এস ই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ঈপ্সিতা দেবের প্রাপ্ত নম্বর ৯৭%। তার এই কৃতিত্বের পেছনে মা বাবা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইভেট টিউটরদের অবদান সবচাইতে বেশি বলে জানায় খোয়াই শিঙি ছড়া নিবাসী ইন্দ্রজিৎ দেবের মেয়ে ঈপ্সিতা দেব। সে আরো জানায় যে আগামী দিন সেও ডাক্তার হতে চায়। তার বাবা একজন ব্যবসায়ী। নাম ইন্দ্রজিৎ দেব। মা একজন গৃহিণী। একই ভাবে একই ক্লাসের অর্থাৎ মাধ্যমিকে খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের আরেক ছাত্রী প্রেরণা দেবরায় খোয়াই জেলায় মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে।এ বছর সি বি এস ই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৪.২%। তার এই কৃতিত্বের পেছনে মা বাবা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইভেট টিউটরদের অবদান সবচাইতে বেশি বলে জানান খোয়াই বিপিসি পাড়ার বাসিন্দা প্রসান্ত দেব রায়ের একমাত্র কন্যা প্রেরনা দেবরায়। তার মা বাবা উভয়েই শিক্ষক। তাদের এই সাফল্যের কারণে উক্ত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ব্যাপক খুশি। উভয় ছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে সংবাদ মাধ্যমকে জানান প্রথমত ইপ্সিতা দেব ভবিষ্যৎতে ডাক্তার হতে চান। অন্যদিকে প্ররনা দেবরায় আগামি দিন একজন ইঞ্জিনিয়ার হতে চান বলে জানান। উভয় ছাত্রীর ভাল ফলাফলে খোয়াই বাসি যেমন খুশি পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য