Wednesday, October 29, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিকের জন্মদিন পালিত হল খোয়াই...

শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিকের জন্মদিন পালিত হল খোয়াই এর পূর্বগনকি এলাকার

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই মে……. সহশ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতির জন্ম দিনটি এবছর পালন করা হয় একটু অন্যরকম ভাবে। সংস্থার সদস্যরা এ বছরে তাদের সংগঠনের সভাপতির জন্মদিনটি পালন করার জন্য এবার বেছে নিলেন খোয়াই বিধানসভার অন্তর্গত একেবারে প্রত্যন্ত এলাকাটি। এটা হল খোয়াই বিধানসভার অন্তর্গত পূর্ব গনকি গ্রাম পঞ্চায়েতের জনজাতি এলাকা। এই এলাকার মাদার টেরেসা বিদ্যা মন্দির প্রাঙ্গনে এই এলাকার জনজাতি অংশের ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে এ বছর শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক এর জন্মদিনটি পালন করা হয়। বুধবার দুপুর দুইটা নাগাদ খোয়াই এর পূর্ব গণকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামটিলা এলাকাতে কচিকাঁচা ছেলেমেয়েরা ও উপস্থিত ছিল শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি জন্মদিন উদযাপন করার লক্ষ্য। প্রথমে সংস্থার সদস্যদের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক কে শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে খোয়াই এর পূর্ব গণকি জামটিলা এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্য কুমার দেববর্মা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কুমার ভৌমিক কে ফুলের তোড়া ও রিশা পরিয়ে
উনাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে সংস্থার সভাপতির জন্মদিন উপলক্ষে কচিকাঁচা দের কে পঠন পাঠদানের জন্য খাতা, পেন্সিল, বিস্কুট,চিপ্স, চকলেট ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। সব শেষে সংস্থার সদস্যরা কচিকাঁচা দের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় সভাপতির, এবং কচিকাঁচাদের মধ্যে এই কেক পরিবেশন করা হয়। সর্বশেষে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক, বলেন জন্মদিন তো প্রতিবছরই পালন করা হয়। এই জন্মদিনের আনন্দ একেবারে একান্তে পালন করা হয়।কিন্তু এবছর আমার প্রিয় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সদস্যরা আমার জন্মদিনটা যেভাবে পালন করবার চেষ্টা করেছেন তার জন্য আমার সংস্থার সদস্যদেরকে অনেক শুভেচ্ছা জানান ।পাশাপাশি এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব যে গ্রহণ করেছেন যিনি তিনি হলেন খোয়াই পূর্ব গনকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামটিলা এলাকার সমাজসেবী শ্রী সত্য রঞ্জন দেববর্মা কেও তিনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ওনার আপ্রাণ প্রচেষ্টায় এই অনুষ্ঠানটির সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হয়েছে। বিপ্লব কান্তি ভৌমিক ঐ দিনটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন বিগত কিছুদিন আগে যেভাবে নিরীহ পর্যটকদের পাকিস্তানি সন্ত্রাসবাদীরা নৃশংস ভাবে নিহত করেছেন এর যোগ্য জবাব দিয়েছেন ভারত সরকার অর্থাৎ মোদি সরকার। তাই তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহস জি কে ওনার জন্মদিন উদযাপন প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন । এবং অপারেশন সিন্দুর কে সফল করার জন্য ভারতের গর্বের সেনাবাহিনীকে ও তিনি কুর্নিশ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য