বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে এপ্রিল…..ভুস্বর্গ কাশ্মীরের পেহেল গাঁওয়ের বৈসরনে গত ২২ এপ্রিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা অতকির্ত আক্রমণে নিরীহ, নিরস্ত্র পর্যটকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিহতদের প্রতি শোক- শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সারা দেশের সাথে আমাদের ত্রিপুরায় ও অব্যাহত রয়েছে। সারা দেশের বিভিন্ন সংগঠন, সংস্থান সহ বিভিন্ন পেশার মানুষ এই নারকীয় হত্যা কান্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। এরই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় খোয়াই জেলা গ্রন্থাগারের সন্মুখে খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের উদ্যোগে সংক্ষিপ্ত পরিসরে এক শোক- শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সন্ত্রাসবাদীদের অতকির্ত আক্রমনে ঐ দিন নিহত পর্যটকদের আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে নিহতদের আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।উক্ত শোক ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদক জহরলাল দাস সহ ফোরামের অন্যান্য সদস্য সদস্যারা। যথাক্রমে সৌরপ্রতিম শর্মা, কোষাধ্যক্ষ দীপেন নাথ শর্মা, সাংবাদিক ও লেখক দীপাঞ্জন ভট্টাচার্য, সুব্রত আচার্য্য, সুব্রত দেব,প্রাক্তন সাংবাদিক সমরেন্দ্র দাস, সুমিতা রায়, অনিমেষ ঋষি দাস এবং খোয়াই প্রেসক্লাবের সদস্যবৃন্দ যথাক্রমে অসিত বরণ ঘোষ, অতনু দত্ত, মানিক সরকার,সৌরব ভৌমিক সহ অন্যান্যরা।