Wednesday, July 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচিকিৎসক দম্পতির বিরুদ্ধে সম্পত্তি আত্মসাধের অভিযোগ তুল্য চিকিৎসকের মা ! সামাজিক মাধ্যমে।...

চিকিৎসক দম্পতির বিরুদ্ধে সম্পত্তি আত্মসাধের অভিযোগ তুল্য চিকিৎসকের মা ! সামাজিক মাধ্যমে। মিথ্যে অভিযোগ বলে খন্ডন করলেন সেই চিকিৎসক দম্পতি।

বাসুদেব ভট্টাচার্য্যী খোয়াই ১৭ই এপ্রিল…..খোয়াইয় বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক দম্পতির উপর মিথ্যা অভিযোগের আঙ্গুল তুলল উনার পরিবারের লোকজন বলে চিকিৎসক দম্পতির অভিযোগ। ওই দুই চিকিৎসক দম্পতিরা হলেন ডঃ সিক্স মাইতি দেববর্মা ও ওনার স্ত্রী ডঃ হৈমবতী পাল। ডঃ সিক্স মাইতি দেববর্মার বাড়ি উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর এলাকাতে এবং ওনার স্ত্রী ডঃ হৈমবতী পাল এর বাড়ি খোয়াইয়ের সোনাতলা এলাকাতে। গত প্রায় এক বছর হয়েছে তাদের বিবাহ হয়েছে ।বিবাহ সূত্রে ওই চিকিৎসক দম্পতি কাঞ্চনপুর নিজ বাড়িতে বসবাস করতেন। গত এক বছরে পারিবারিক বিভিন্ন অশান্তি ঘটে ।এমনকি এক সময় অশান্তি একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছায় বলে ওই চিকিৎসক সিক্স মাইতি দেববর্মা জানান। উনার মা ওনার চিকিৎসক হৈমবতী পালের উপর শারীরিক নির্যাতন করেন এবং মাথায় প্রচন্ড আঘাত করেন মোবাইল দিয়ে এতে ওই চিকিৎসক দম্পত্তির অনেকটাই বেগ পেতে হয়েছে। তারপর ওই চিকিৎসক দম্পতি আর পরিবারের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। পরবর্তীতে আস্তে আস্তে তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে থাকে। যথারীত সম্পর্ক পরিবর্তন হওয়াতে নববর্ষ উপলক্ষে ওই চিকিৎসক দম্পতি পরিবারের লোকজনকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করতে চিকিৎসকের মা ও পরিবারের সদস্যদের জন্য কাপড় এবং মিষ্টি নিয়ে কাঞ্চন পুরে যায় চিকিৎসক ওনার নিজ বাড়িতে। ওই চিকিৎসক সিক্স মাইতি দেববর্মা নিজের চাকুরীর পয়সায় প্রায় ৩৫০ স্কয়ার ফুট জায়গায় বাড়ি তৈরি করেন। তাতে আটটি রুম তৈরি করেন সবার জন্য। কিন্তু ঐ আটটি রুমের মধ্যে ছয়টি রুম ভাই ও মা ব্যবহার করেন বাকি দুইটি রুম ওই চিকিৎসক দম্পতি ব্যবহার করেন। নির্ধারিত ওই দুইটি রুমে কর্মস্থলে আসার সময় যখন তালা মারতে যান, তখন চিকিৎসকের মা অঞ্জলি শুক্লা বৈদ্য বাধা তৈরি করেন এমনকি এক প্রকার পুনরায় চিকিৎসক সিক্স মাইতি দেববর্মার স্ত্রী চিকিৎসক হৈমবতী পালের উপর পুনরায় আক্রমণ করতে উদ্যত হন। তখন স্ত্রীকে বাঁচাতে চিকিৎসক সিক্স মাইতি দেববর্মা উনার মাকে বাধা দেবার চেষ্টা করেন। চিকিৎসক সিক্স মাইতির বক্তব্য আগে একবার ওনার মা ওনার স্ত্রীকে মাথায় আঘাত করাতে বড় ধরনের অপারেশনের মাধ্যমে ওনার স্ত্রী হৈমবতিকে সুস্থ করে এনেছেন ।পুনরায় আবার যদি ওই ভাবে আঘাত করে তাহলে উনার স্ত্রীকে বাঁচানো কষ্ট হবে বলে সংবাদ মাধ্যমকে জানান চিকিৎসক সিক্স মাইতি দেববর্মা। তাই তিনি ওই সময় মাকে আটকাবার চেষ্টা করেছিলেন। অথচ চলতি মাসের ১৪ ই এপ্রিল বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিবেদন প্রেস করা হয়। চিকিৎসকের মা ও ভাইয়ের অভিযোগ সম্পত্তির জন্য তার নাকি মা ও ভাইকে বাড়ি থেকে বের করে দেবার চেষ্টা করেন ওই চিকিৎসক দম্পতি। ওটা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে জানান ওই চিকিৎসক দাম্পতি। তাদের ভাবমূর্তিকে কলুষিত করতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে উনার পরিবারের লোকেরা ।যদিও উনাদেরকে প্রশ্ন করা হলে কেন ওনারা আইনের আশ্রয় নিচ্ছেন না। চিকিৎসক সিক্স মাইতি দেববর্মা বলেন কার উপর আইনের আশ্রয় নেব? যাদের বিরুদ্ধে আইনের আচরণ নেব এর মধ্যে একজন আমার মা একজন বড় ভাই ।তাই ওই চিকিৎসক দম্পতি জানান কোন ঝামেলায় জড়াতে উনারা চান না। উনার পরিবারের লোকজনের কোনো ক্ষতি হোক এটা ওনারা চান না। ওরা যেভাবে আছে ভালো থাকুক। কিন্তু ভুল তথ্য দিয়ে এবং মিথ্যা অভিযোগ দিয়ে পত্র পত্রিকায় প্রকাশ করানো হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের অপপ্রচার যাতে ওরা আর না করে সেটাই তারা চাইছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন পত্র পত্রিকা এবং সামাজিক মাধ্যমে যেভাবে তাদেরকে কোন ঠাসা করার চেষ্টা চলছে সেটা যেন চিকিৎসকের পরিবারের লোকেরা না করে। মিথ্যে অপবাদ দিয়ে তাদের নামকে কলুষিত করা থেকে যেন বিরত থাকেন সেই আবেদন টুকুই রাখেন চিকিৎসক দম্পতি উনাদের পরিবারের প্রতি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য