Wednesday, July 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগত ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ না পাওয়ায় চেবরি এলাকার গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরে...

গত ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ না পাওয়ায় চেবরি এলাকার গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরে এসে ক্ষোভ প্রকাশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই এপ্রিল…..পয়লা বৈশাখের দিন ও পরেরদিন সামান্য ঝড় বৃষ্টির ফলে ৩০ ঘন্ঠা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও যখন বিদ্যুৎ ব্যাবস্থা সাভাবিক হয়নি তখন ক্ষোব্দ হয়ে খোয়াই চেবরি ও উত্তর চেবরির এলাকার গ্রাহকরা বুধবার রাত ১০ টায় খোয়াই বিদ্যুৎ দপ্তরের সিনিয়র মেনেজার দীবাকর নাথ বাবুর সাথে দেখা করতে গেলে ওনাকে পাননি। শুধু তাইনা বিদ্যুৎ দপ্তরে কল এটেন্ডার ছারা অফিসে কেউ ছিল না। এলাকাবাসীরা জানান তাদের চেবরি ও উত্তর চেবরি সহ এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সেই স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর সংখ্যক রোগি ভর্তি রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ দপ্তরে বার বার কল করা সত্ত্বেও কোন বিদ্যুৎ কর্মী সেখানে যায়নি এমনকি ঐ এলাকার বিদ্যুৎ সারাই করে না দেবার কারনে ঐ এলাকাগুলি অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে গত ৩০ ঘন্টার উপর চলছে।অন্ন দিকে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র মেনেজার এর সাথে রাতে গ্রাহকদের ফোনে কথপোকথন করতে ও দেখাযায়। এরপরও ওই এলাকার বিদ্যুৎ সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য