আজ ২২শে মার্চ ২০২৫ ইং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় ও নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরার সহযোগিতায় লালছড়া কলোনী হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হ্য় বিশ্ব জল দিবস অনুষ্ঠান। সকাল ১২টায় অনুষ্টানের আনুষ্ঠানিক সূচনা হয়। বিশ্ব জল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করেন সৈকত দাস, প্রশিক্ষক, ওয়াশ সেল। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার রণদীপ রুদ্র পাল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব পাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রুপ পর্যায়ে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার দ্বারা। বিশ্ব জল দিবসের এবারের থিম “হিমবাহ সংরক্ষণ”। শিক্ষক ও শিক্ষার্থীরা সকলে মিলে জল দিবসের উপর শপথ গ্রহণ করা হয়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রীতম মালাকার।