Thursday, March 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচাকুরি থেকে অবসর নেবার দুই মাস আগে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে অনৈতিক কাজের...

চাকুরি থেকে অবসর নেবার দুই মাস আগে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে অনৈতিক কাজের জন্য বদলি করে দেওয়াহল খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার মৃদুল দাসকে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই মার্চ……… চাকুরি থেকে অবসর নেবার দুই মাস আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে অনৈতিক কাজের জন্য খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডঃ মৃদুল দাস কে বদলির আদেশ প্রদান করেন। সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার পদে নিয়োগ করা হয় ডঃ শরদিন্দু রিয়াং কে এবং খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এখানে একটা প্রশ্ন রয়ে গেল ডঃ মৃদুল দাস অবসরে যাওয়ার আর মাত্র প্রায় দুই মাস বাকি রয়েছে। এমন অবস্থায় উনাকে কেন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপারের পদ থেকে সরানো হলো এই বিষয়টি নিয়ে খোয়াই জেলা হাসপাতাল চত্বরে অনেক ধরনের গুঞ্জন উঠেছে যা কান পাতলে শোনা যায়। ডঃ মৃদুল দাস খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার এর দায়িত্ব পেয়েছেন প্রায় দুই বছর হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই খোয়াই জেলা হাসপাতালে বেশ কিছু অনৈতিক সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিয়েছেন হাসপাতালের সমস্ত কর্মীদের উপর। তাতে করে উনার অধীনস্থ সমস্ত কর্মচারীরা অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গত দুই বছরে। আর যেই সিদ্ধান্তগুলো তিনি খোয়াই জেলা হাসপাতালে চাপেয়ে দিয়েছেন সেই সিদ্ধান্তগুলি দূর দুরন্ত থেকে আগত রোগী ও রোগীদের এবং স্বাস্থ্য কর্মীদের পালন করা কষ্টকর হয়েযেত । তার মধ্যে খোয়াই জেলা হাসপাতালে তিনি মেডিকেল সুপার পদে অসীম হওয়ার পর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খোয়াই জেলা হাসপাতালে প্রসূতি বিভাগে শ্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমূল্য দেববর্মা বদলি হয়েছেন কেন বদলি হয়েছেন এই বিষয়ে খোয়াই বাসীর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ অবগত।গত কিছুদিন আগে খোয়াই জেলা হাসপাতালে কর্মরত শ্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ঘ্য মাল্য দেববর্মা বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসার কারণে মৃত্যু ঘটেছে এক যুবতী গৃহবধূর। এই বিষয়টি নিয়ে যুবতী গৃহবধূর পরিবার থানায় মামলা করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ঘমাল্যে দেববর্মার বিরুদ্ধে। তাছাড়া হুট হাট করে সিদ্ধান্ত নিয়ে নিতেন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডঃ মৃদুল দাস। মাঝে একটা সময় খোয়াই জেলা হাসপাতালে সিদ্ধান্ত করা হয় সপ্তাহে দুইদিন গর্ভবতী মায়েদের সিজার করা হবে। তারপর খোয়াই জেলা হাসপাতালে উনি দায়িত্ব গ্রহণ করার পর পচা ডিম খাওয়ানোর অভিযোগ রয়েছে।আর এই বিষয়টিকে নিয়ে সংবাদপত্রের শিরোনামে খবর উঠে এসেছিল। তিনি মেডিক্যাল সুপার পদে অসীন হওয়ার পর খোয়াই জেলা হাসপাতালে তিনটি গেটের মধ্যে একটি গেট সন্ধ্যার পর খোলা রেখে বাকি দুটি গেট বন্ধ করে দিয়েছেন। এতে সন্ধ্যার পর দূর দূরান্ত থেকে কোন হাসপাতালে জরুরী পরিষেবা গ্রহণ করতে আসা রোগী ও রোগীনিদের অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হয়েছে। যদি ওই বিষয়ে মেডিকেল সুপার কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন সন্ধ্যার পরে জেলা হাসপাতাল চত্বরে নেশাখোরদের আখ্যা তৈরি হয় তাই এ ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য যদি নেশাখোরদের আখড়া হয় তাহলে গেট বন্ধ না করে পুলিশ প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করলেই তো হয়। যাইহোক গত দুই বছর ধরে খোয়াই জেলা হাসপাতালটি উনার কারনে প্রায়ই খবরের শিরোনামে থাকতো। এই গোটা বিষয় গুলি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটু নড়াচরে বসেন। চাকুরী জীবনের অন্তিম লগ্নে এসে মেডিকেল সুপার ডঃ মৃদুল দাসকে খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার পদ ছাড়তে হয়েছে।উনি ভেবেছিলেন চাকুরী জীবনের শেষটা খোয়াই জেলা হাসপাতাল থেকেই অবসর নেবেন। কিন্তু উনার কিছু উৎভট সিদ্ধান্তের কারনে ওটা আর হলোনা। এখন দেখার বিষয় খোয়াই জেলা হাসপাতালে নতুন ভাবে নিযুক্তি পাওয়া মেডিকেল সুপার খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার জন্য খোয়াই বাসি মুখিয়ে রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য