Thursday, March 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই তুলাশিকার ব্লকের অন্তর্গত নালিয়াবাড়ি এলাকার ব্রিজ ও রাস্তাঘাট মেরামতি জন্য দাবি...

খোয়াই তুলাশিকার ব্লকের অন্তর্গত নালিয়াবাড়ি এলাকার ব্রিজ ও রাস্তাঘাট মেরামতি জন্য দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

বাসুদেব ভট্টাচার্জি খোয়াই ১২ই মার্চ…..খোয়াই তুলা শিখর ব্লকের অন্তর্গত নালিয়াবাড়ি এলাকার প্রধান রাস্তা মেরামতের দাবি উঠছে সংশ্লিষ্ট এলাকাবাসীর পক্ষে। এলাকাবাসীর বক্তব্য খোয়াই তুলা শিখর ব্লকের অন্তর্গত এই রাস্তাটি দীর্ঘ পুরনো কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটি নতুনভাবে করার কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। এলাকাবাসী অভিযোগ করেছেন সরকার পরিবর্তন হয় নতুন সরকার আসে। সব সময় শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজের কাজ কিছু হয় না। এই রাস্তাটি মান্দাতার আমলে তৈরি করা হয়েছিল ইট সিলিং করে, সেই ইট সলিং রাস্তা আজ পর্যন্ত আজ পর্যন্ত নতুনভাবে তৈরি করার কোন পরিকল্পনা নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার এক পথচারী জানান , এই রাস্তার দুরবস্থার জন্য এলাকার মানুষ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের জানাতে জানাতে যখন কাজের কাজ কিছু হয়নি তখন বাধ্য হয়ে আজ থেকে ছয় মাস আগে এলাকাবাসী সড়ক অবরোধে বসে। আর এই সড়ক অবরোধের ফলে প্রশাসনিক কর্মকর্তারা এসে এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়ে যান দ্রুত এই রাস্তাটির সংস্কার করা হবে। এলাকাবাসীর অভিযোগ সামনে বর্ষার দিন আসছে এই রাস্তাটি ধরে বর্ষার দিনগুলিতে চলাচল করা একেবারে কষ্ট সাধ্য হবে। তাছাড়া এই রাস্তার মুখে অর্থাৎ চম্পা হাওর বাজার সংলগ্ন একটি বেলি ব্রিজ আছেন সেই বেলি ব্রিজ টি জরাজীর্ণ অবস্থা পরিণত হয়েছে অর্থাৎ ব্রিজের মাঝখানে বড় বড় ছিদ্র হয়ে গেছে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসীর অভিযোগ রাত দুপুরে চলাচল করা অনেকটাই কষ্টসাধ্য। এই রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার লোকজন এবং ছোট বড় যানবাহন চলাচল করে। তাছাড়া এলাকাবাসীর পক্ষে আরেকটি অভিযোগ করেছেন মাল সামগ্রী বহন করা গাড়ি গুলি এই রাস্তা দিয়ে আসতে চায় না এতে এই এলাকাতে বসবাস রত জনগণ গৃহস্থালী বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই বিপাকে পড়তে হয়। সংশ্লিষ্ট এলাকার জনগণ দাবি তুলছে দ্রুততার সঙ্গে অর্থাৎ বর্ষার আগে এই ভগ্নদশায় পরিণত হওয়া নালিয়াবাড়ির রাস্তা এবং বেলি ব্রিজটি মেরামত করার প্রয়োজন। এই এলাকার জনগণের কথা চিন্তা করে এই রাস্তা এবং বেলি ব্রিজ মেরামতে কি উদ্যোগ গ্রহণ করে প্রশাসন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য