খোয়াই প্রতিনিধি ৪ঠা মার্চ….. মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে খোয়াই থানার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় বেলফাং নাকা পয়েন্টে বিলাসবহুল মারুতি কোম্পানির নেকছা TR01CA0319 নম্বরের গাড়ি থেকে পাচারকারী সহ প্রায় ৪৯ কেজি ৫০০ গ্রাম শুকনো গাজা আটক করলো পুলিশ। ঘটনার বিবরণে পুলিশ জানায় গোপন খবরের ভিত্তিতে একটি বিলাসবহুল গাড়ি করে ৪৯ কেজি ৫০০ গ্রাম শুকনো গাজা পাচারের উদ্দেশ্যে আগরতলা থেকে খোয়াই দিয়ে বহিরাজ্যে যাওয়ার পথে বেলফাং নাকা পয়েন্টে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা, খোয়াই থানার ওসি সুবীর মালাকার,বাই জাল বাড়ি পুলিশ ফাঁড়ির ওসি রিপন উচই সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পুলিশ জানায় দীর্ঘ আড়াই ঘন্টা তল্লাশি করার পর পাচারকারী ও গাড়ি সমেত খোয়াই থানাতে নিয়ে আসা হয়। তবে রাজ্যে এই প্রথম কোন সি এন জি গাড়ির সি এন জির সিলিন্ডার ও গাড়ির অন্যান্য যায়গা থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ গাড়িটি আটক করেন পাচারকারীর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেন। এখানে একটা জিনিস পরিষ্কার অবৈধ নেশা সামগ্রীর পাচারকারীরা খোয়াইকে করিডর বানিয়ে পাচার বাণিজ্যের সাম্রাজ্য বিস্তার করবার চেষ্টা চলছে পাঁচার বাণিজ্যের রাঘববোয়ালরা। কিছুদিন পরপর এইরকম নেশা সামগ্রী আটক করছে বিভিন্ন নাকা পয়েন্টে। এইভাবে নেশা সামগ্রীর পাচার বাণিজ্য দিন দিন শ্রী বৃদ্ধি করতে থাকলে আগামী প্রজন্ম এবং বর্তমান যুবসমাজ কে রক্ষা করা সম্ভব হবে না কোনমতেই। পুলিশ প্রশাসনের এই সাফল্য কে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ যদিও কুর্নিশ জানাতে কৃপণতা বোধ করবে না। সব থেকে আশ্চর্যের বিষয় একটা সময় খোয়াইতে অপারেশন সঞ্জীবনী নামে একটি অভিযান ঘনঘন চালানো হয়েছিল। এতে বেশ সফলতা পেয়েছি পুলিশ প্রশাসন। কিন্তু হঠাৎ করে অপারেশন সঞ্জীবনী বন্ধ হয়ে যায়। অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে খোয়াই এর পুলিশ প্রশাসন বেশ কয়েকজন ডুবে ডুবে জল খাওয়া যুব সমাজকে ধ্বংসকারী কীর্তিবান প্রভুদের আটক করতে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণ অনেকটাই উৎফুল্লিত হয়েছিল। তবে খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ বারবার দাবি তুলছে সংস্কৃতির শহর খোয়াইকে রক্ষা করতে অতি দ্রুত অপারেশন সঞ্জীবনী পুনরায় চালু করা হোক। এখন দেখার বিষয় গাঁজা আটকের পাশাপাশি পুলিশ প্রশাসন ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট এর কারবারীদের আটক করার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করে আগামী দিনে খোয়াই বাসির স্বার্থে।